শেয়ারে গাড়ি চালানো
১৮ ফেব্রুয়ারি ২০১৫৩৩ বছর বয়সি ইয়ান ব্যোনিং গাড়ি শেয়ার করা প্রসঙ্গে বলেন, ‘‘আমার কখনোই নিজের গাড়ি ছিল না৷ তবে মাঝেমধ্যে নানা কারণে গাড়ি দরকার হয়৷ বিশেষ করে কেউ যখন জিনিসপত্র বহন করতে চায়৷ সাইকেল এবং রাকস্যাক ব্যবহার করে তা সম্ভব না৷ এজন্য গাড়ি প্রয়োজন৷ এখন আমি নিয়মিতই শেয়ারে গাড়ি ব্যবহার করি৷''
সহজে পাওয়া যায়
আগে শেয়ার করা গাড়ি নির্দিষ্ট সময়ে পিকআপ পয়েন্টে রেখে আসতে হতো৷ কিন্তু এখন যে কোনো জায়গাতেই এসব গাড়ি রাখা যায়৷ আর স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে সবচেয়ে কাছে থাকা গাড়ি খুঁজে নেয়া যায়৷ এরপর পরীক্ষা করতে হয় আগের চালক সবকিছু ঠিকভাবে রেখে গেছেন কিনা৷ সব ঠিক থাকলে গাড়িটি প্রয়োজনমত চালাতে আর কোনো সমস্যা নেই৷
এভাবে শেয়ারে গাড়ি ব্যবহার করতে ব্যোনিং এর মিনিট প্রতি ত্রিশ সেন্টের মতো খরচ হয়৷ তবে গাড়ির তেল, গাড়ি পরিষ্কার বা মেরামত করা কিংবা পার্কিং এর খরচ নিয়ে তাঁকে ভাবতে হয়না৷ এসবের দিকে নজর রাখে গাড়ি শেয়ারিং কোম্পানি৷ গাড়ি পার্ক করার পর দায়িত্ব শেষ৷ ব্যোনিং বলেন, ‘‘রাতে যদি আমি বিয়ার পানের জন্য বের হই, তাহলে গাড়ি নিয়ে পানশালা অবধি যেতে পারি৷ এরপর গাড়ি সেখানে রেখে ট্রেনে ফিরতে পারি৷ পরের দিন সকালে আমার আর গাড়ি ফেরত আনতে যেতে হয় না৷ আমি বরং বাসার বাইরে গিয়ে আরেকটি শেয়ার কার খুঁজে নেই৷''
পরিস্থিতি অনুযায়ী নিজের প্রয়োজনমত গাড়িও বেছে নিতে পারেন ব্যোনিং৷ কার শেয়ারিং ক্রমশ নজর কাড়ছে৷ জার্মানিতে গত তিন বছরে শেয়ারে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ৷ পাঁচ লাখের বেশি মানুষ এখন গাড়ি শেয়ারে আগ্রহী৷ গাড়ি বিশেষজ্ঞ ফ্রাংক ভল্টার মনে করেন, ব্যক্তি পর্যায়ে গাড়ির মালিক হওয়ার গুরুত্বও ক্রমশ বদলে যাচ্ছে৷ তিনি বলেন, ‘‘আমাদের প্রজন্মের কাছে গাড়ির মালিক হওয়ার গুরুত্ব কমে গেছে৷ বরং তাদের কাছে গাড়ি ব্যবহারের সুযোগটাই আসল কথা৷''
বর্তমান তরুণ প্রজন্ম গাড়ি কেনার চেয়ে ভ্রমণ কিংবা নতুন স্মার্টফোন কেনায় টাকা খরচে আগ্রহী৷ যদি কিনতেই হয়, বয়স বাড়লে সে কথা ভাবা যাবে৷ সুতরাং গাড়ি কোম্পানিগুলোও এখন গাড়ি বিক্রির চেয়ে গাড়ি শেয়ারের মতো ব্যবস্থার দিকে ঝুঁকছে৷ এভাবে তারা নিজেদের ব্র্যান্ডের প্রতি তরুণদের আকৃষ্ট করতে চাচ্ছে৷ ফলে গাড়ির মালিক হওয়ার গতানুগতিক ধারা বদলে যাচ্ছে৷
তবে এখন অবধি কার শেয়ারিং শুধুমাত্র বড় শহরের বাসিন্দাদের জন্য সুবিধাজনক অবস্থায় রয়েছে৷ যারা প্রতিদিন গাড়ি চালান এবং লম্বা দূরত্বে যাত্রা করেন, তাদের জন্য গাড়ি শেয়ারিং পদ্ধতি ব্যয়বহুল৷ তবে ব্যোনিং এর জন্য এটাই সবচেয়ে ভালো সমাধান: সহজ, সহজলভ্য এবং সাশ্রয়ী৷