1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো ফ্রাঙ্কফুর্ট বইমেলা

১০ অক্টোবর ২০১৮

প্রকাশনা সংস্থার অংশগ্রহণ এবং দর্শনার্থীদের সংখ্যার ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা বলা হয় ফ্রাঙ্কফুর্ট বইমেলাকে৷ বিশ্বজুড়ে চরম ডানপন্থার উত্থানের মধ্যে মানবাধিকার টিকিয়ে রাখাই এবারের বইমেলার মূল বক্তব্য৷

https://p.dw.com/p/36J2R
Buchmesse Frankfurt  Chimamanda Ngozi Adichie
ছবি: picture-alliance/dpa/S. Stein

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বুধবার এই বইমেলার উদ্বোধন করেন৷ বক্তব্যে বিশ্ব রাজনীতিতে টালমাটাল সময়ের মধ্যেও স্বাধীনতা রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি৷ অন্যান্য বক্তারাও জোর দেন মানবাধিকারের ওপর৷

বুধবার শুরু হওয়া পাঁচ দিনের এ মেলা চলবে অক্টোবরের ১৪ তারিখ পর্যন্ত৷ ৭০তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এবারও কয়েক লাখ দর্শণার্থী ও বইপ্রেমী আসবেন বলে ধারণা করা হচ্ছে৷

নারীর অংশগ্রহণ

জার্মানির প্রকাশক ও বইবিক্রেতা সংস্থার প্রধান হাইনরিখ রাইঠম্যুলার হারিয়ে যাওয়া পাঠকদের বই পড়ার দিকে আবার আগ্রহী করে তোলার দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান৷

উদ্বোধনী সংবাদ সম্মেলনে জনপ্রিয় নাইজেরিয়ান লেখক চিমামানদা এনগোজি আদিচি বই প্রকাশে নারীদের এগিয়েআসার আহ্বান জানান৷ একই সাথে বইয়ে নারীদের আরো শক্তিশালী চরিত্রে ফুটিয়ে তুলতে লেখকদেরও আহ্বান জানান আদিচি৷

তিনি বলেন, ‘‘বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নারীরা পুরুষ এবং নারী উভয় লেখকের লেখা পড়লেও, পুরুষরা শুধু পুরুষ লেখকের লেখা পড়তেই আগ্রহী বেশি৷''

মধ্যপ্রাচ্য, এশিয়া, এমনকি পাশ্চাত্যেও নারীদের শারীরিক দিক দিয়েই উপস্থাপন করা হয়৷ কিছু কিছু ক্ষেত্রে শুধু পাঠকদের পছন্দের মতো করে চরিত্র করা হয় বলেও আক্ষেপ করেন আদিচি৷

‘আমেরিকানাহ' বইয়ের জন্য বিশ্বজুড়ে নাম কামিয়েছেন আদিচি৷ পাশাপাশি ইউটিউবে টেড-টকের ‘উই শুড বি অল ফেমিনিস্ট' নামে তাঁর সাক্ষাৎকার দেখেছেন ৫ কোটিরও বেশি মানুষ৷

চরম ডানপন্থার উত্থান

বিশ্বজুড়ে চরম ডানপন্থি পপুলিজমের উত্থানের মধ্যেই পালিত হচ্ছে ২০১৮ সালের বইমেলা৷ এর ফলে মতপ্রকাশের স্বাধীনতা পড়ছে হুমকির মুখে, যা ক্ষতিগ্রস্ত করছে পুস্তক বাণিজ্য৷

গত বছরের মেলায় ডানপন্থি লেখক ও প্রকাশকরা অভিযোগ করেছিলেন, তাঁদের ইচ্ছেকৃতভাবে চুপ করিয়ে রাখার চেষ্টা চলছে৷ এবারের মেলায় সবচেয়ে দামি প্রদর্শনী কক্ষে তিন ডানপন্থি প্রকাশনা সংস্থাকে স্থান দেয়ায় শুরু হয়েছে পালটা বিতর্ক৷

উগ্র ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি-এএফডির বিতর্কিত জার্মান রাজনীতিবিদ বিয়োর্ন হ্যোকে বইমেলায় অংশ নেয়ার কথা রয়েছে৷ গতবারের মেলায় তাঁর অংশ নেয়ার কথা থাকলেও সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তা বাতিল করা হয়৷

উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ফেডেরিকা মোঘেরিনি ইউরোপের বাসিন্দা ও তাঁদের বৈচিত্র্যের ওপর জোর দেন৷

এবারের বইমেলায় ‘ফোকাস কান্ট্রি' জর্জিয়া৷ পাঁচদিনের এই আয়োজনে দেশটির সংস্কৃতি, লেখক ও সাহিত্য তুলে ধরা হবে৷ দেশটির প্রধানমন্ত্রী মামুকা বাখটাডসে এশিয়ার পাশে অবস্থান সত্ত্বেও তাঁর দেশের ওপর ইউরোপের প্রভাবের কথা তুলে ধরেন৷

গত বছরের ‘ফোকাস কান্ট্রি' ছিল ফ্রান্স৷

এবারের মেলায় ৭,৩০০ প্রকাশনা সংস্থা, লেখক ও এজেন্টের অংশ নেয়ার কথা রয়েছে৷ চার হাজারের বেশি ইভেন্টে নানা বিষয়ে গঠনমূলক সংলাপ এবং সামাজিক-রাজনৈতিক আলোচনার আয়োজন থাকবে৷

অক্টোবরের ১৩ ও ১৪ তারিখ সাধারণ দর্শণার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে৷ প্রথম দুই দিন কেবল লেখক ও প্রকাশকদের জন্য৷

এডিকে/এসিবি (ডিপিএ, এএফপি, ইপিডি)