শুরু হলো পঞ্চম গোয়া রৌদ্রস্নান উৎসব ২০১১
২৭ ডিসেম্বর ২০১১তিন দিনের এই উৎসবে প্রতিদিন অন্তত বিশ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা৷ মারকুস শুলজ, নিক ফ্যানসিউলি, মোগুয়াই এবং মাইকেল উডস'সহ বলিউডের তারকাদের পরিবেশনা রয়েছে এবারের আসরে৷ এছাড়া সংগীত প্রযোজনা জগতের বিখ্যাত ইলেক্ট্রনিক প্রতিষ্ঠান অ্যাক্সওয়েল, অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড, গাব্রিয়েল অ্যান্ড ড্রেসডেন, ইনফেক্টেড মাশরুমের উপস্থিতি বিশেষ আকর্ষণ এবারের আসরের৷
সমুদ্র সৈকতের কোলে এমন আনন্দঘন আয়োজনে তাই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ আয়োজক সংস্থা পারসেপ্ট লিমিটেড জানিয়েছে, উৎসব স্থলে একশ'টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে৷ এছাড়া জরুরি সেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৬২ জন চিকিৎসকের একটি দল৷
তবে এবারের উৎসব আয়োজনের শুরু থেকেই বেশ কিছু বিতর্কের মুখে পড়েছে৷ গোয়ার প্রাদেশিক সরকার অভিযোগ তোলে পূর্ব অনুমতি ছাড়াই উৎসবের টিকেট বিক্রির৷ এমনকি প্রাদেশিক কৌঁসুলি এটিকে ‘জালিয়াতি' বলে উল্লেখ করেছিলেন৷ উৎসবে বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে স্থানীয় জেলা প্রশাসক মিহির বর্ধনকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে৷ তবে শেষ পর্যন্ত উৎসবের মাত্র একদিন আগে সব জটিলতা কাটিয়ে সরকারি অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন পারসেপ্ট লিমিটেডের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক শৈলেন্দ্র সিং৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক