সংসদে যেতে চায় বিএনপি
২৯ ডিসেম্বর ২০১১প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, তারা শুধু সংলাপে নয় সংসদেও যেতে চায়৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, তারা কখনোই সংসদে না যাওয়ার কথা বলেননি৷ তারা বলেছেন, সংসদে তাদের কথা বলতে দিতে হবে৷ তারা সংসদ বর্জন করেননি, অধিবেশনে যাচ্ছেন না৷ কথা বলার সুযোগ দিলে অবশ্যই বিএনপি সংসদে যাবে৷
আগামী ৮ ও ৯ই জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামে লংমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই লংমার্চের জন্য তারা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের চিঠি দিয়ে সহযোগিতা চেয়েছেন ৷ তিনি আশা করেন, সরকার আগেরমতই এবারের লংমার্চ সফল করতে তাদের সহায়তা করবে৷তবে সহযোগিতা বা অসহযোগিতার সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়ার কোন সম্পর্ক নেই বলে জানান মীর্জা ফখরুল৷
তিনি জানান, ৪ দলীয় জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে শিগগিরই৷ তখনই জানা যাবে ৪ দলীয় জোটের বর্ধিত কলেবরে আরো কারা থাকছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক