শীত ঝড়ে বিপর্যস্ত টেক্সাস, মৃত্যু অনেকের
প্রচণ্ড শীতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য বিপর্যয়ের মুখে পড়েছে৷ শৈত্যপ্রবাহে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের৷
যেন ডিপ ফ্রিজ
গত কয়েকদিনের প্রবল তুষারপাত আর শৈত্য প্রবাহে টেক্সাস যেন ডিপ ফ্রিজে পরিণত হয়েছে৷ তাপমাত্রা নেমে গেছে মাইনাস ২৮ ডিগ্রিতে৷ দুই দিন ধরে বিদ্যুৎহীন পুরো অঞ্চল৷ বন্ধ হয়ে গেছে করোনা টিকা দেয়ার কর্মসূচি৷
জরুরি অবস্থা
সোমবার থেকে টেক্সাসে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ টেক্সাসের ৪৪ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন৷
কর্তৃপক্ষের সমালোচনা
বিদ্যুৎ গ্রিড ধসে পড়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছে টেক্সাস প্রশাসন৷ প্রচণ্ড শীতের কারণে বিদ্যুৎ কোম্পানিগুলো এখনই সমস্যার সমাধানে কোনো ব্যবস্থা নিতে পারবে না৷
নিহত
প্রচণ্ড ঠান্ডায় টেক্সাস, লুইজিয়ানা, কেনটাকি এবং মিসৌরিতে ২১ জন মারা গেছে৷
আগুন নেভানোর পানি নেই
ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে৷ এবিলিনিতে একটি বাড়িতে আগুন লাগার পর সেখানে পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের৷
পানির জন্য হাহাকার
পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এই সতর্কতার পর থেকে গ্রোসারি স্টোরগুলোতে পানির জন্য উপচেপড়া ভিড়৷
হিউস্টনের অবস্থা
হিউস্টনে ১৩ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র৷
কার্বন মনোক্সাইড
শীতের মধ্যে বাড়ি উষ্ণ করতে হিটিং ব্যবহার করতে গিয়ে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে বেশ কয়েকজন৷
ওয়ার্মিং সেন্টার
প্রচণ্ড ঠান্ডার কারণে টেক্সাসের বিভিন্ন স্থানে খোলা হয়েছে ওয়ার্মিং সেন্টার বা উত্তাপ কেন্দ্র৷ সেনাবাহিনী তাদের যানের সাহায্যে উত্তাপকেন্দ্রে পৌঁছে দিচ্ছেন অধিবাসীদের৷
একটু উষ্ণতার জন্য
দুই দিন বিদ্যুৎহীন অবস্থায় কাটিয়েছেন বাড়িতে৷ অবশেষে এক বছরের সন্তানকে নিয়ে ওয়ার্মিং সেন্টারে আশ্রয় নিয়েছেন ক্রিস্টেন ইয়ুং৷
ইউপিএস-এর হাব বন্ধ
কেনটাকির লুইসভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর ইউনাইটেড পার্সেল সার্ভিস ইউপিএস-এর বিমানগুলো দাঁড়িয়ে আছে৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইতিহাসে প্রথমবারের মতো ইউপিএস তাদের বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে৷
বরফে ফুলের মমি
১৪ ফেব্রুয়ারি বসন্তের আগমন বার্তা জানান দিয়েছিল এই চেরিফুল৷ আর এখন তার দশা দেখুন৷ বরফের আচ্ছাদনে যেন ‘অমর’ হয়ে গেছে ফুলগুলো৷
যান চলাচল ব্যাহত
প্রচণ্ড তুষারপাতের কারণে ওকলাহোমায় রাস্তাঘাট বরফে ডুবে গেছে৷ ফলে যান চলাচল একেবারে বন্ধ৷
গৃহহীন মানুষদের জন্য সেচ্ছ্বাসেবীরা
সেচ্ছ্বাসেবীরা গৃহহীন মানুষদের পৌঁছে দিচ্ছেন আশ্রয়কেন্দ্রে৷
প্রাণীদের ত্রাহি অবস্থা
এই ঘোড়াদের খাওয়ার পানি জমে বরফ হয়ে গেছে৷ কখন সূর্য উঠে পানি গলবে সেই অপেক্ষায় তারা৷
জমে গেছে ঝর্ণার পানি
কেনটাকিতে এই ঝর্ণার পানি বরফে পরিণত হয়েছে৷