শীতকালের জনপ্রিয় ইভেন্ট ফিগার স্কেটিং
২৫ জানুয়ারি ২০১০আইস স্কেটিং এর নাম নিশ্চয়ই শুনেছেন, টেলিভিশনে শীতকালীন অলিম্পক যারা দেখে থাকেন তারা এই ইভেন্টটির সঙ্গে বেশ পরিচিত৷ এই আইস স্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় ইভেন্টটি হচ্ছে ফিগার স্কেটিং৷ তার আগে একটু বলে নিই স্কেটিং এর জন্য কি প্রয়োজন হয়৷ সবার আগে যেটা দরকার সেটা হলো স্কেটিং এর জুতা যাকে বলা হয় স্কেট৷ সাধারণ স্কেটে যেখানে জুতার নীচে চাকা লাগানো থাকে সেখানে আইস স্কেটে লাগানো থাকে সরু লম্বা একটি ব্লেড৷ এই ব্লেডের ওপর ভর করেই স্কেটাররা বরফের ওপর নেচে বেড়ান, বিভিন্ন শারীরিক কসরত দেখান৷ সাধারণ আইস স্কেটারদের চেয়ে আইস ড্যান্সারদের স্কেটের ব্লেডটি পেছন দিকে এক ইঞ্চি কম থাকে৷ ড্যান্সাররা যাতে দ্রুত তালে শরীর নাচাতে পারেন সেজন্যই ব্লেডটি একটু ছোট হয়৷
এবার ফিগার স্কেটিংএর কথায় ফিরে আসি৷ ফিগার স্কেটিং এ মূলত তিন ধরণের প্রতিযোগিতা হয়ে থাকে৷ সিঙ্গেল, পেয়ার স্কেটিং যাতে একজন নারী এবং পুরুষ একসঙ্গে স্কেটিং করেন এবং আইস ড্যান্সিং৷ আইস ড্যান্সিং-এ একজন নারী এবং পুরুষ একসঙ্গে স্কেটিং করেন, তবে সেখানে শারীরিক কসরতের চেয়ে নাচের মুদ্রাই প্রাধান্য পায়৷ এছাড়া রয়েছে সিনক্রোনাইজড স্কেটিং বা দলগত স্কেটিং যেখানে ১২ থেকে ২০ জন প্রতিযোগী একসঙ্গে বরফের ওপর নেচে নেচে বিভিন্ন ডিসপ্লে করে থাকেন৷
ফিগার স্কেটিং এ প্রতিযোগিরা যা করে দেখান সেগুলো হলো জাম্প, স্পিন, লিফট, স্টেপ, টার্ন এবং স্পাইরাল৷ বলাই বাহুল্য, শারীরিকভাবে অত্যন্ত ফিট হতে হয় একজন ফিগার স্কেটারকে৷ একইসঙ্গে তার থাকতে হয় বরফের ওপর ভারসাম্য বজায় রাখার দুর্দান্ত কৌশল৷ মাত্র দুটি সরু ব্লেডের ওপর ভর করে কখনো মিউজিক ছাড়া, কখনোবা মিউজিকের তালে তালে বরফের ওপর সুন্দর ফিগারের একজন প্রতিযোগী যখন নেচে বেড়ান, তখন তা সত্যিই হয়ে ওঠে দেখার মত৷ শীতকালীন অলিম্পিকের অন্যতম জনপ্রিয় ইভেন্ট হচ্ছে এই ফিগার স্কেটিং৷ প্রতিযোগীদের দক্ষতা বিচার করে বিচারকরা তাদেরকে মার্কস দিয়ে থাকেন৷ জিমন্যাস্টিকসে যেমন সর্বোচ্চ নাম্বার হচ্ছে ১০, ফিগার স্কেটিং এ সর্বোচ্চ নাম্বার হচ্ছে ছয়৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়