অলিম্পিকের আগে পুটিনের ‘উষ্ণতা'
২৩ ডিসেম্বর ২০১৩তেল ব্যবসায়ী মিখাইল খদরভস্কি প্রায় দশ বছর জেল খেটেছেন রাশিয়ায়৷ অর্থ কেলেঙ্কারির অভিযোগে ২০০৩ সাল থেকে কারাবন্দি এই ধনকুবেরের ২০১৪ সালের আগস্টে এমনিতেই মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু শাস্তির মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগে তাঁকে মুক্তি দেয় পুটিন সরকার৷ বিশ্লেষকরা মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে রাশিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের আগে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার পদক্ষেপ হিসেবেই মিখাইল খদরভস্কিকে মুক্তি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷
মুক্তি পাবার পরই জার্মানিতে চলে এসেছেন খদরভস্কি৷ তাঁর বাবা-মা অনেক দিন ধরে জার্মানির রাজধানী বার্লিনে বসবাস করছেন৷ ছেলেও চলে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে৷ পরিবারের সবার সঙ্গে সময় কাটাতেই শনিবার বার্লিনে এসেছেন খদরভস্কি৷ বার্লিন ওয়াল মিউজিয়ামের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে রুশ ধনকুবের জানান, এক বছরের ভিসা নিয়ে এসেছেন বলে এক্ষুনি রাশিয়ায় ফিরে যাওয়ার কোনো তাড়া নেই তাঁর৷ তাঁকে মুক্ত করার ব্যাপারে ভূমিকা রাখার জন্য সংবাদ মাধ্যম, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হান্স-ডিয়েট্রিশ গেনশার এবং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি৷
পুসি রায়ট সদস্যের মুক্তি
পাঙ্ক ব্যান্ড সংগীত দল পুসি রায়টের তিন সদস্য ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে মস্কোর একটি গির্জায় ভ্লাদিমির পুটিনের সমালোচনা করে গান গেয়েছিলেন৷ পুসি রায়টের এক সদস্য ওই গানের ভিডিও প্রকাশ করার পর তিনজন শিল্পীকে গ্রেপ্তার করা হয়৷ আদালত তাঁদের দু বছরের কারাদণ্ড দিয়েছিল৷ তিন মাস পর, অর্থাৎ আগামী মার্চ মাসে তাঁদের মুক্তি পাওয়ার কথা৷ এ অবস্থায় তাঁকে মুক্তি দেওয়ায় মারিয়া আলিয়খিনা বলেছেন, ‘‘মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে বলে আমার মনে হয় না৷ উপায় থাকলে আমি এ মুক্তির আদেশ প্রত্যাখ্যান করতাম৷''
এসিবি/জেডএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)