শিশু ধর্ষককে রাজক্ষমার বিল প্রত্যাহার করলো তুরস্ক
২২ নভেম্বর ২০১৬তুরস্কের ক্ষমতাসীন ‘একে পার্টি' অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে সংক্রান্ত একটি বিল আরো আলোচনার জন্য আপাতত সরিয়ে রেখেছে৷ দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলডিরিম মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন৷ বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো মনে করে, এই বিল কার্যত শিশুদের যৌন সম্পর্কের পর অভিযুক্তকে শাস্তি থেকে রেহাই পাওয়ার সুযোগ করে দেবে৷ কার্যত ব্যাপক সমালোচনার মুখে তুরস্ক সরকার বিলটিকে প্রত্যাহার করে নিয়েছে৷
প্রস্তাবিত আইনটি আজ সংসদে চূড়ান্ত ভোটাভুটির জন্য তোলার কথা৷ এতে অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে যৌন সম্পর্ক গড়ার পর তাকে বিয়ে করলে ধর্ষককে রাজক্ষমার বিধান রাখার প্রস্তাব করা হয়েছিল৷ একাধিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছিল, এই আইন কার্যত শিশুদের যৌন নিগ্রহকারীদের রাজক্ষমার পাশাপাশি ভবিষ্যতে নিগ্রহকারীরা যাতে আরো অপকর্মের সুযোগ পায় সেই সম্ভাবনা তৈরি করবে৷ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং তুরস্কে জাতিসংঘের আরো চারটি সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, ‘‘শিশুদের প্রতি যে কোনো ধরনের যৌন সহিংসতাই অপরাধ এবং সেই অপরাধের শাস্তি হওয়া উচিত৷''
তবে আপাতত বিলটি প্রত্যাহার হলেও তা পুরোপুরি বাতিল করা হয়নি৷ তুরস্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার এখন সব দলের সমন্বয়ে তৈরি একটি কমিশনকে প্রস্তাবিত বিলটি পুর্নমূল্যায়নের সুযোগ দেবে৷ বিরোধী দলগুলোর অনেক সদস্যই ইতোমধ্যে বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন৷ তুরস্কের অধিকাংশ সাধারণ মানুষও এর বিরুদ্ধে রয়েছে৷ চলতি সপ্তাহে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন আট লাখের বেশি মানুষ, সেখানে প্রস্তাবিত বিলটি বাতিল করতে তুর্কি সংসদের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷
এআই/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স)