শিশুর পেছনেও পাপারাৎসি
৪ অক্টোবর ২০১৪উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা মারা যান ১৯৯৭ সালে৷ পাপারাৎসিরা পিছু নিলে তাদের এড়াতে গিয়েই প্রেমিক দোদি ফায়েদ আর তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন৷ ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়ামও যতটা সম্ভব ফটোসাংবাদিকদের এড়িয়ে চলেন৷ পরিবারের অন্য সদস্যরাও চান না হরহামেশা খবরের শিরোনাম হতে৷
কিন্তু প্রিন্স উইলিয়াম আর তাঁর স্ত্রী, ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটনের ছবির জন্য তো বটেই, এমনকি তাঁদের ১৪ মাস বয়সি সন্তান প্রিন্স জর্জ-এর ছবি তোলার জন্যও ফটোসাংবাদিকরা মরিয়া৷ কয়েকদিন আগে লন্ডনের সেন্টারপার্কে এক পাপারাৎসি এমন শুরু করেছিল যার পরিণামে ব্রিটেনের রাজপরিবার বেশ বিরক্ত এবং আতঙ্কিত৷ এক বিবৃতিতে তাই প্রিন্স উইলিয়াম পাপারাৎসির প্রতি তাঁর সন্তানকে স্বাভাবিকভাবে বেড়ে তোলার কাজে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন৷ বিবৃতিতে উইলিয়াম এবং কেট বলেছেন, ‘‘তাঁদের সন্তান এবং তার দাইমাকে কেউ অপদস্থ করছে এটা কোনো বাবা-মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়৷''
কেট মিডলটন সংবাদমাধ্যমকে এমনিতে এড়িয়ে চললেও সম্প্রতি বিশ্বের প্রায় সব দেশেই খবরের শিরোনাম হয়েছেন৷৷ ব্রিটেনের কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ডাচেস অফ কেমব্রিজ আবার মা হতে চলেছেন৷ অর্থাৎ উইলিয়াম-কেট দম্পতির ঘরে আসছে নতুন অতিথি!
এসিবি/এসবি (ডিপিএ, রয়টার্স)