1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুরা স্কুলে যেতে পারছে না, পানি নেই অনেক জায়গায়

৬ এপ্রিল ২০১৫

হুতি বিদ্রোহীরা ইয়েমেনে সরকার উৎখাতের চেষ্টা করছে৷ তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট৷ এতে বিপদে পড়েছেন দেশটির শিশু, নারী সহ সাধারণ মানুষ৷

https://p.dw.com/p/1F3A4
Jemen Humanitäre Lage
ছবি: picture alliance/abaca

ইউনিসেফ বলছে, সংকটের কারণে সেদেশের দশ লক্ষেরও বেশি শিশু স্কুলে যেতে পারছে না৷

ফাইয়াজ আহমাদ বিবিসির একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷ ইয়েমেনের এডেন শহরের বাসিন্দারা ‘পাঁচ দিন ধরে পানিবিহীন' অবস্থায় আছেন বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে৷

হোসাম এল সক্কারি ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকার একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷ ইয়েমেনের সাধারণ নাগরিকরাও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার শিকার হচ্ছেন বলে জানাচ্ছে পত্রিকাটি৷

এদিকে ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড' জয়ী সাংবাদিক খালেদ হাম্মাদি নিরাপত্তার অভাবের কারণে সানা থেকে নিজের পালিয়ে যাওয়ার খবর টুইটারে জানিয়েছেন৷ মানবাধিকার কর্মীদের জন্যও জায়গাটি নিরাপদ নয় বলে জানান তিনি৷

পরিস্থিতি সামলাতে জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে সানায় যাওয়ার অনুমতি পেয়েছে রেড ক্রস৷

ইয়েমেনে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের সমর্থনের ব্যাপারে সেদেশের কোনো গণমাধ্যমের প্রশ্ন না তোলাটা ‘লজ্জাকর' বলে মন্তব্য করেছেন ইওনা ক্রেইগ৷

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কীভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে বিবিসি-র আরবি বিভাগের সাফা আল আহমাদ৷ প্রতিবেদনটি টুইটারে শেয়ার করেছে জার্মানিইনকেএসএ৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য