1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুজঙ্গি ওমর খদরের কারাদণ্ডের রায়

২ নভেম্বর ২০১০

আফগানিস্তানে মার্কিন সৈন্য খুনের দায়ে ক্যানাডীয় নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে অ্যামেরিকার এক সামরিক আদালত৷ তবে সাবেক এই শিশুসৈন্যের সঙ্গে এক সমঝোতা চুক্তির কারণে তাকে কারাগারে কাটাতে হবে আট বছর৷

https://p.dw.com/p/Pw3R
মার্কিন আদালতছবি: AP

ক্যানাডীয় নাগরিক ওমর খদর৷ গত সপ্তাহে মার্কিন আদালতে স্বীকার করে যে, ২০০২ সালে আফগানিস্তানে মার্কিন সৈন্যকে লক্ষ্য করে একটি হাতবোমা ছোঁড়ে সে৷ আর তার আঘাতে প্রাণ হারায় মার্কিন সার্জেন্ট ক্রিস্টোফার স্পিয়ার৷ তবে সে সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর৷ সার্জেন্ট স্পিয়ারের স্ত্রীর কাছে টেলিফোনে দুঃখ প্রকাশ করেছে খদর৷ ক্যানাডার টরোন্টোতে ১৯৮৬ সালের ১৯ সেপ্টেম্বর এক জঙ্গি পরিবারে জন্ম খদরের৷ আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র থেকে আটক হওয়ার পর, গত আট বছর ধরে বন্দি রয়েছে গুয়ানতানামো বন্দিশালায়৷

ওমর খদরের মামলা নিয়ে দুই দিন ধরে প্রায় নয় ঘণ্টার আলোচনা চালান সাত সদস্যের মার্কিন সামরিক আদালত৷ অবশেষে রায় দেন খদরের ৪০ বছরের কারাদণ্ডের৷ তবে রায়টি মূলত প্রতীকী৷ কারণ সামরিক বিচারক মর্কিন কর্নেল প্যাট্রিক প্যারিশ ঘোষণা করেন যে, একটি সমঝোতা চুক্তির আওতায় খদরকে এক বছর কাটাতে হবে গুয়ানতানামো বন্দিশিবিরে৷ এরপর বাকি সময় কাটাতে হবে ক্যানাডার কারাগারে৷ তবে এ ব্যাপারে অটোয়ার অনুমোদন এখনও বাকি রয়েছে৷

২৪ বছর বয়সি খদর তৃতীয় গুয়ানতানামো বন্দি যে আদালতের কাছে নিজের দোষ স্বীকার করল৷ এছাড়া সামরিক কমিশনের সম্মুখে বিচারিক কাজে হাজির করা পঞ্চম বন্দি খদর৷ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের সময়ই গুয়ানতানামো বন্দিশালা বন্ধের ঘোষণা দেন এবং এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেন৷ তবে এখন পর্যন্ত সেখানে ১৭৪ জন বন্দি রয়ে গেছে বলে খবর৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ