শিকড়ের সন্ধানে বাংলাদেশে বর্ষবরণ
পুরনো বছরের জরাজীর্ণতা আর পঙ্কিলতাকে মুছে দিয়ে বঙ্গাব্দ ১৪২৫ কে বরণ করে নিল বাংলাদেশের মানুষ৷ রাজধানী ঢাকায় বর্ষ বরণের নানা আয়োজন নিয়ে এই ছবিঘর৷
‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও...
রমনা বটমূলে প্রতি বছরের মতোই ভোরের আলো ফুটতেই গানে গানে নতুন বছরকে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা৷ এ অনুষ্ঠানে শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন হাজারো শ্রোতা৷
ছায়ানটের বর্ষ বরণের ৫১ বছর
রমনার বটেমূলে ছায়ানটের বর্ষ বরণের এ অনুষ্ঠান অর্ধশত বছর পার করেছে গত বছর৷ এবছর এ অনুষ্ঠানের ৫১তম বছর৷ ১৯৬৭ সাল থেকে রমনা বটমূলে ছায়নাট এ প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে আসছে৷
মুখে মুখে আলপনা
বর্ষ বরণের উৎসবে যোগ দিতে আসা অনেকেই শিল্পীদের দিয়ে মুখে এঁকে নেন বাহারি আলপনা৷
খোঁপায় ফুল
বৈশাখ উদযাপনে অংশ নিতে আসা নারীদের মাথায় শোভা পাচ্ছিল ফুল৷
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’
বাংলাদেশে বর্ষ বরণ উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা৷ এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য লালন সাঁইজির গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’৷
বর্ণিল শোভাযাত্রা
বৈশাখী সাজে রংবেরংএর নানান বাহারি মুখোশ, শোলার পাখি, টেপা পুতুল হাতে হাতে নিয়ে ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে হাজরো মানুষ অংশ নেন মঙ্গল শোভাযাত্রায়৷
মঙ্গল শোভাযাত্রা
বরাবরের মতই বৈশাখের প্রথম সকালে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়৷ হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) চত্বর ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলার সামনে এসে এই বর্ণিল যাত্রার শেষ হয়৷
সার্বজনীন শোভাযাত্রা
ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ পরিচয় নির্বিশেষে সব পেশার, সব শ্রেণির মানুষ শামিল হন মঙ্গল শোভাযাত্রায়৷
বিশ্ব ঐতিহ্য
১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে পহেলা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন শুরু হয়৷ গত বছর ৩০ নভেম্বর ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের’ এর স্বীকৃতি পায়৷
নিরাপত্তা
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের মঙ্গল শোভাযাত্রাও হয়েছে নিরাপত্তার কড়াকড়ির মধ্যে৷ র্যাব ও পুলিশ সদস্যরা অস্ত্র হাতে সবার সামনে গড়ে তোলেন নিরাপত্তা বলয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সদস্যরাও ছিলেন৷ মাথার ওপর টহল দেয় র্যাবের হেলিকপ্টার৷
শিল্পীগোষ্ঠীর ‘নব আনন্দে জাগো’
প্রতিবছরের মতো সকাল সাড়ে সাতটা থেকে শিশু পার্ক চত্বরে গানে গানে নতুন বছরকে স্বাগত জানায় ঋষিজ শিল্পীগোষ্ঠী৷
সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিশেষ আয়োজন
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চে অনুষ্ঠিত হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান। দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি ও নাচসহ নানা আয়োজন ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণের অনুষ্ঠানমালায়।