1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষার্থীদের সাথে এখন নেতারা নেই

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৩ ডিসেম্বর ২০২১

বাংলাদেশে গত একযুগে শিক্ষার্থীদের অধিকার নিয়ে যে কয়টি বড় আন্দোলন হয়েছে তার সাথে দেশের বড় কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন এবং নেতারা যুক্ত ছিলেন না৷ বরং সাধারণ ছাত্রদের দমাতেই সক্রিয় ছিল কোনো কোনো ছাত্র সংগঠন৷

https://p.dw.com/p/43npD
ছবি: AFP

গত এক দশকে বাংলাদেশে চারটি বড় ছাত্র আন্দোলন হয়েছে৷ নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটবিরোধী আন্দোলন এবং চলমান অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়ক আন্দোলন৷ এর কোনোটিতেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অংশগ্রহণ নেই ৷ সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণেই এইসব আন্দোলন হয়েছে৷ এর বাইরে প্রতিষ্ঠানভিত্তিক কিছু আন্দোলন হয়েছে৷ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার দাবিতে আন্দোলন৷ তা-ও সাধারণ ছাত্রদেরই আন্দোলন৷

২০১৮ সালের জানুয়ারিতে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন চলে বছরব্যাপী৷ তাতে সফলতাও আসে৷ এই আন্দোলনের প্রভাব ভারতের পশ্চিমবঙ্গেও পড়েছিল৷ সেখানেও কোটাবিরোধী আন্দোলন হয়৷ ওই বছরেরই ২৯ জুলাই থেকে ৭ আগস্ট নিরাপদ সড়ক আন্দোলনে দেশের লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছিল৷ এর ফলে নিরাপদ সড়ক আইন হয়, যদিও তা এখনো কার্যকর হয়নি৷

২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ওই দিন থেকেই আন্দোলন শুরু হয়েছিল৷

আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটবিরোধী আন্দোলন হয়েছিল ২০১৫ সালের জুন মাসে৷ বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ওপর শতকরা ১০ ভাগ ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছিল৷ পরে আন্দোলনের মুখে সেই ভ্যাট প্রত্যাহার করা হয়৷ এখন চলছে সব ধরনের গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া বা হাফ পাসের আন্দোলন৷ এই আন্দোলন চলার মধ্যেই গত ২৪ নভেম্বর ঢাকায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে পিষ্ট হয়ে নিহত হন৷ ওইদিন থেকে নিরাপদ সড়কের আন্দোলনও শুরু করেন শিক্ষার্থীরা৷ তারা এখন ৯ দফা দাবি আদায়ে আন্দোলন করছেন৷ বাস মালিকরা শুধু ঢাকায় ছাত্রদের হাফ পাসের দাবি শর্ত সাপেক্ষে মেনে নিলেও ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন৷ তারা সারা দেশে সব সময় সব গণপরিবহণে অর্ধেক ভাড়ার দাবি জানিয়েছেন৷

গত এক দশকের প্রতিটি আন্দোলনেই হামলা হয়েছে৷ হামলার অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে৷ পুলিশ হামলা করেছে৷

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সারাদেশে পরিচিতি পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল হক নুর৷ পরে তিনি ডাকসুর ভিপিও নির্বাচিত হন৷ নুরুল হক নুর বলেন, ‘‘এখন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো সাধারণ ছাত্রদের জন্য রাজনীতি করে না৷ মূল দল বা মাদার সংগঠনের অ্যাজেন্ডা নিয়ে কাজ করে৷ তারা সরকারের সাফল্য প্রচার, মন্ত্রী- এমপিদের প্রটোকল আর বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের কাজ করে৷ এর বিনিময়ে তারা টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি করে৷ সাধারণ ছাত্রদের সমস্যা নিয়ে তারা কাজ করে না৷ করার সময়ও নেই৷’’

এখন দলের ছাত্র সংগঠনগুলো সাধারণ ছাত্রদের জন্য রাজনীতি করে না: নুরুল হক নুর

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন বা নিরাপদ সড়ক আন্দোলনে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনকে পাওয়া যায়নি৷ বামপন্থি ও বিএনপির ছাত্র সংগঠনগুলো বলেছে তোমরা কর আমাদের সমর্থন আছে৷ আর সরকারের ছাত্র সংগঠন তো উল্টো ভূমিকা পালন করেছে৷ তারা অবশ্য সরকার যা করতে বলেছে তা-ই করেছে বলে জানান নুর৷ আর বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতারা অনেকেই অছাত্র, তাই ছাত্রদের সাথে তাদের যোগাযোগ থাকে না৷ ছাত্রদের নিয়ে তারা কাজও করে না৷

এখন চলমান ছাত্র আন্দোলনে কেন যুক্ত হচ্ছেন না প্রশ্ন করলে নুর বলেন, ‘‘বর্তমান সরকার সব কিছুইতেই রাজনৈতিক রঙ দিতে চায়৷ আমি যেহেতু এখন রাজনীতি করি, তাই যুক্ত হচ্ছি না৷ তবে আমাদের ছাত্র সংগঠন আলাদাভাবে কর্মসূচি পালন করছে৷’’

নিকট অতীতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সবচেয়ে বড় আন্দোলন এরশাদের বিরুদ্ধে স্বৈরাচারবিরোধী আন্দোলন৷ ৯০-এর গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্যের অনেক বড় ভূমিকা ছিল৷ সেই আন্দোলনে ছাত্র নেতাদের একজন ডাকসুর সাবেক জিএস এবং বর্তমানে বিএনপি নেতা খায়রুল কবির খোকন৷ তিনি বলেন, ‘‘ছাত্রদের সমস্যা, বিশেষ করে আবাসিক সমস্যা, পড়াশোনার সমস্যা এসব নিয়ে এখন আর ছাত্রনেতারা আন্দোলন করেন না৷ তারা ছাত্রনেতা হলেও ছাত্রদের সাথে নেই৷ এটা একটা বড় ধরনের অবক্ষয়৷ দুর্নীতি, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধেও তারা আর সোচ্চার নয়৷ এখন সরকারি দলের ছাত্রনেতারা বরং সরকারের নানা অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করে৷ এই কারণেই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, হাফ ভাড়ার আন্দোলনের ওপর হামলা হয়৷ ছাত্রদের পক্ষে তারা নেই৷’’ তার মতে, ‘‘একটি রাষ্ট্রের যখন মাথায় পচন ধরে, তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়৷’’

ছাত্রলীগ শেখ হাসিনার জন্য কাজ করে: মাহমুদুর রহমান মান্না

ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না মনে করেন, এখন ছাত্র রাজনীতি বলতে কিছু নেই৷ তাই সাধারণ ছাত্ররাই এখন নিজেদের দাবি নিয়ে নিজেরাই মাঠে নামছে৷ তিনি বলেন, ‘‘আমাদের সময় সাধারণ ছাত্ররা তাদের নানা সমস্যা, দাবি নিয়ে আমাদের কাছে আসতো৷ আমরা সেটা নিয়ে কাজ করতাম৷ কিন্তু এখন ছাত্র রাজনীতি বিরাজনীতিকরনের কারণে তাদের কাছে সাধারণ ছাত্ররা যায় না৷’’
তিনি বলেন, ‘‘এখন যারা ছাত্র রাজনীতি করে, তারা তাদের দল বা সরকারের জন্য কাজ করে৷ ছাত্রলীগ শেখ হাসিনার জন্য কাজ করে৷ আর ছাত্রদলকে তো কোথাও দেখাই যায় না৷ ছাত্রদলের ব্যর্থতা আর ছাত্রলীগের প্রতি ক্ষোভ সাধারণ ছাত্রদের৷ তাই তারা নিজেরাই নিজেদের জন্য মাঠে নামছে৷ আর ছাত্র নেতারা গিয়ে ওই ছাত্রদের ওপর হামলা করে৷’’

চলমান ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র তাসলিম ইসলাম অভি বলেন, ‘‘আমাদের আন্দোলন অরাজনৈতিক৷ তাই আমরা চাই না আমাদের আন্দোলনে এসে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন ফায়দা নিক৷ কারণ, এই আন্দোলন তাদের করা উচিত ছিল৷ তারাও তো ছাত্র৷ কিন্তু তারা করেনি৷ এখন তাদের দরকার নেই৷’’

তার কথা, ‘‘আমরা ছাত্র নেতাদের দেখি মন্ত্রী-এমপিদের নিয়ে ব্যস্ত থাকেন৷ তারা এলে সেখানে তারা ভিড় করেন৷ নেতা-নেত্রীর নামে স্লোগান দেন৷ আমাদের নিয়ে তাদের আগ্রহ নেই৷ তাই তাদের কাছে আমরা যাই না৷ আমরাই আমাদের দাবি আদায় করে নেবো৷’’