শারিটে ক্লিনিকের চিকিত্সা বিষয়ক মিউজিয়াম
১৫ অক্টোবর ২০১১১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয় শারিটে ক্লিনিকের নিজস্ব একটি মিউজিয়াম৷ মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের সংগ্রহটির জন্য প্রসিদ্ধ চিকিত্সক রুডল্ফ ভিরকোভ'এর অক্লান্ত প্রচেষ্টায় গড়ে ওঠে এই মিউজিয়ামটি৷ মিউজিয়ামের পরিচালক টমাস শ্নালকে এই প্রসঙ্গে বলেন, ‘‘সব মিলিয়ে ২৩ হাজার আর্দ্র ও শুষ্ক অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করেছিলেন ডা. ভিরকোভ৷ চামড়ার নীচে মানুষের সমগ্র শরীরেরই এক প্রদর্শনী এটি৷ হৃদপিণ্ড, যকৃত, ফুসফুস, কিডনি রোগাক্রান্ত হয়ে পড়লে কেমন দেখায়, তা তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে৷''
চিকিত্সা ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্যণীয়
সেই আমলের পুরানো ভবনে আজো প্রদর্শিত হচ্ছে সংগ্রহগুলি৷ তিন শতকের চিকিত্সা ক্ষেত্রে উন্নয়নের একটা ধারণাও পাওয়া যাবে এখানে৷ শো কেসে গ্লাসের পাত্রে রাখা অঙ্গ প্রত্যঙ্গগুলি বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে এখনও অক্ষত রয়েছে৷
টমাস শ্নালকে জানান, ‘‘আমাদের অনেক দর্শক জানতে চান, মানুষের সুস্থ ও অসুস্থ হার্ট, যকৃত, কিডনি, ফুসফুস দেখতে কেমন, কিভাবে কাজ করে এসব৷ মানুষের শরীর যন্ত্রই বা কেমন ভাবে কাজ করে তাও জানতে চান তাঁরা৷ ওষুধপত্র কিভাবে রোগ সারিয়ে তোলে সে সম্পর্কেও আগ্রহ দেখা যায় অনেকের৷''
কাঁচের শো কেসে রাখা পেস মেকার লাগানো হার্ট, ফুলে যাওয়া কিডনি, টিউমার, এমনকি মানব দেহের বিকৃত বা অস্বাভাবিক ভ্রূণগুলিকে কিছুটা কৌতূহল, কিছুটা উদ্বেগ নিয়ে নিরীক্ষণ করেন দর্শকরা৷ টমাস শ্নালকের ভাষায়, ‘‘ঊনিশ শতকের প্রথমার্ধে এই সব অস্বাভাবিক ভ্রূণকে বিজ্ঞানের এক রহস্য বলে মনে করা হত৷ তাই বিষয়টি নিয়ে গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করা হত তখন৷''
প্রকৃতির অদ্ভুত সৃষ্টি
সেই ১৮৯৯ সালে মিউজিয়ামটির উদ্বোধনের সময়ই এই ধরনের অস্বাভাবিক ভ্রূণ প্রদর্শিত করেছিলেন ডা. রুডল্ফ ভিরকোভ৷ প্রকৃতির এক অদ্ভূত সৃষ্টি, যার রহস্য উন্মোচনে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন বলে মনে করা হত৷ চিকিত্সক ও গবেষক রুডল্ফ মূলত মৃতদেহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও, তাঁর মূল লক্ষ্য ছিল কিন্তু জীবিত মানুষের স্বাস্থ্যরক্ষা করা৷ ক্ষুদ্র ক্ষুদ্র মানব কোষের রোগ নির্ণয় করে চিকিত্সার উপায় খুঁজে বের করতে চেয়েছিলেন তিনি৷ টমাস শ্নালকে বলেন, ‘‘এক্ষেত্রে চিকিত্সাটা ছিল বেশ সময় সাপেক্ষ৷ দেড়শ বছর আগে মানুষের চিন্তাধারাও ছিল ভিন্ন রকম৷ এখন এটা অদ্ভুত মনে হবে৷ এখন মনে হবে ভাগ্য ভাল যে আজ আমরা এতদূর এসেছি৷''
চিকিত্সা ইতিহাসের এই যাদুঘরের প্রদর্শনীতে এলে দর্শকদের মনে এসব চিন্তাভাবনাই জেগে ওঠে৷ যাদুঘরে শুধু চিকিত্সাবিদ ভিরকোভের সংগ্রহই তুলে ধরা হয়নি৷ গত ৩০০ বছরে চিকিত্সা ক্ষেত্রে উন্নয়ন, ভুলত্রুটি এসবও তুলে ধরা হয়েছে৷ কলেরা, সিফিলিস ও যক্ষ্ণার মত রোগের সংক্রমণ সম্পর্কেও জানতে পারবেন দর্শকরা৷ স্বাস্থ্যব্যবস্থায় ক্রমোন্নতি, অপারেশনের যন্ত্রপাতি, অচেতন করার পদ্ধতি ইত্যাদি সম্পর্কেও ধারণা পাওয়া যাবে প্রদর্শনীতে৷
কয়েক জন রোগীর ইতিহাস
গত তিনশ বছরের চিকিত্সার ইতিহাস থেকে ১০ রোগীর কথা তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে, যাঁরা নানা ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন৷ তুলে ধরা হয়েছে ১৭ বছরের এক তরুণীর কথা, যে ১৭২৭ সালে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে আড়াআড়িভাবে থাকা এক বাচ্চার জন্ম দিয়েছিল৷ ফুটিয়ে তোলা হয়েছে ফ্রিডরিশ আউগুস্ট নামে এক তরুণের কথা, যে জ্বরে ভুগে মারা যায়৷ দর্শকরা জানতে পারবেন হান্স নামে এক ব্যক্তির কথা, যিনি ১৯৫৮ সালে পোলিও রোগে আক্রান্ত হয়ে কৃত্রিম ফুসফুসে আবদ্ধ ছিলেন বহুদিন৷ ২০০৬ সালে ৫৫ বছর বয়স্ক কার্ল নামে এক ব্যক্তি আঙুলের ক্ষত থেকে রক্তদুষ্টিতে আক্রান্ত হন৷ চারবার অপারেশন করা হয় তাঁকে, থাকতে হয় দুই সপ্তাহ কৃত্রিম কোমায়৷ তাঁর এই কাহিনি বিস্মিত করে দর্শকদের৷ যথেষ্ট উন্নতি সত্ত্বেও মানুষের রোগ সারানোটা চিকিত্সা বিজ্ঞানের জন্য আজো এক বিরাট চ্যালেঞ্জ৷ বলেন, শারিটে মিউজিয়ামের পরিচালক টমাস শ্নালকে৷
প্রতিবেদন: রায়হানা বেগম
সম্পাদনা: দেবারতি গুহ