শান্তি আলোচনায় উদ্যোগ নেয়ায় পাকিস্তানে আটক তালেবান নেতা বারাদার
২৪ আগস্ট ২০১০চলতি বছরের শুরুতে বারাদারকে গ্রেপ্তার করার পর এক এক করে অনেক তালেবান নেতাই আটক হয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে৷ কিন্তু পাকিস্তানী সেনাবাহিনীর কাছে বারাদার গ্রেপ্তার হওয়াটা বেশ ভালো একটা খবর ছিল বলেই মনে করা হয়৷ মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর সহযোগিতায় এই নেতাকে তখন গ্রেপ্তার করা হয়েছিল বলেই খবর৷ তবে এ নিয়ে দুই পক্ষের মতবিরোধ রয়েছে৷
‘নিউইয়র্ক টাইমস' বারাদার গ্রেপ্তারের সাত মাস পরে একটি প্রতিবেদনে জানাচ্ছে, এই তালেবান নেতা মূলত আফগান সরকারের সঙ্গে তালেবান বিরোধী যুদ্ধের একটি রফার লক্ষ্যে মধ্যস্থতার একটি গোপন উদ্যোগ নিয়েছিলেন৷ পাকিস্তানী সেনাবাহিনীর এক কর্মকর্তা ঐ পত্রিকাকে জানাচ্ছেন, ‘‘আমাদের সঙ্গে কোন শলা-পরামর্শ না করেই বারাদার শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলো৷ আমরা এটা মেনে নিতে পারিনা৷ আমাদেরকে পাশ কাটিয়ে আফগানিস্তান বা ভারতের সঙ্গে কোন আলোচনার চেষ্টা আমরা বরদাস্ত করতে পারি না৷ তাই আমরা তাকে এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজনকে তুলে নিয়ে আসি৷''
বলে রাখা ভালো, বারাদারকে গ্রেফতারের পরপরই আরো ২০ থেকে ২৫ জন তালেবান নেতাকে গ্রেপ্তার করে পাকিস্তানের সেনাবাহিনী৷ এদের সকলেই এক সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ছত্রছায়ায় ছিল বলে অভিযোগ৷ শান্তি আলোচনা শুরুর চেষ্টার সঙ্গে বারাদারের অংশীদার ছিলেন এরাও৷
কিন্তু এখন যে কথা বলা হচ্ছে, সেই শান্তি আলোচনা শুরুর বিষয়ে সত্যিই কি কোন পদক্ষেপ ছিল? এমন প্রশ্নের জবাবে আফগান সরকারী কর্মকর্তারা ইতিবাচক উত্তরই দিয়েছেন৷ তারা জানিয়েছেন, গত বছর এই চেষ্টাটিই হয়েছিল৷ আর এ জন্য বারাদার এবং আরেক তালেবান নেতা তাইয়িব আগার'এর সঙ্গে আলোচনাও এগিয়েছিল৷ কিন্তু ঐ কর্মকর্তারা স্পষ্ট করে জানাননি, এই দুই জনের সঙ্গে কে কথা বলেছিলেন৷ যদিও বাতাসে চাউর রয়েছে যে প্রেসিডেন্ট কারজাই এর ভাই হচ্ছেন সেই ব্যক্তি, যিনি যোগাযোগ করেছিলেন, এটিকে নাকচ করেছেন কারজাই৷ কিন্তু বারাদারকে গ্রেফতারের পর সেই আলোচনার গুড়ে বালি৷
তাহলে কি পাকিস্তান চায়নি আফগানিস্তানে শান্তি আসুক, যুদ্ধের অবসান হোক? ‘নিউ ইয়র্ক টাইমস'এর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, শান্তি আলোচনা শুরুর চেষ্টা সত্ত্বেও বারাদারকে গ্রেফতার করা, গ্রেফতারে মার্কিন সহযোগিতা থাকলেও সিআইএ-কে জেরা করতে না দেয়া, পাকিস্তানের সেনা গোয়েন্দাদের তত্ত্বাবধানে সেফ হাউসে বারাদারকে রাখা – ইত্যাদি কারণ বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এমনটাই ধারণা দিচ্ছেন৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: সঞ্জীব বর্মন