1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তির আহ্বানে তেল আভিভে ম্যাডোনা

১ জুন ২০১২

পপ কুইন ম্যাডোনা ২০১২ সালের কনসার্ট শুরু করলেন তেল আভিভ থেকে৷ সেখানে শুধু নাচ আর গান নয়, বরং শান্তির বার্তা পৌঁছে দিতে চান ম্যাডোনা৷

https://p.dw.com/p/156RH
ছবি: Reuters

ইসরায়েলে কনসার্ট করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের শুরুতে ইসরায়েলকে বেছে নেয়ার বিশেষ একটি কারণ রয়েছে৷''

তিনি জানান, ‘‘আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্য এই মুহূর্তে উত্তপ্ত৷ বিভিন্ন ধরণের সংঘর্ষ এবং সংঘাতের খবর আমরা প্রতিদিনই পাচ্ছি৷ আর এই ধরণের সংঘাত আজ থেকে নয়, কয়েক হাজার বছর ধরে চলে আসছে৷ এসব সংঘাত বন্ধ করতে হবে, করা উচিত৷ কেউ যদি আমার গান পছন্দ করে, আমার ফ্যান বলে দাবি করে তাহলে তাকে অবশ্যই বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে৷ যদি মধ্যপ্রাচ্যে শান্তি আসে৷''

এর আগে ২০০৮ এবং ২০০৯ সালে ম্যাডোনা তার ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট করেছিলেন৷ কনসার্টের নাম ছিল ‘স্টিকি অ্যান্ড সোয়েট'৷ এরপর ২০১২ সালে ৫৩ বছর বয়সী গায়িকা শুরু করেন তার ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট৷

Konzert von Madonna in Tel Aviv
মদিরেক্ষণা ম্যাডোনাছবি: picture-alliance/dpa

ইসরায়েল থেকে তিনি যাবেন আবু ধাবি৷ এরপর ইউরোপ এবং অ্যামেরিকা৷ কনসার্ট শেষ হবে ২০১৩ সালে অস্ট্রেলিয়া ট্যুরের মধ্যে দিয়ে৷ এর আগে প্রায় ২০ বছর আগে তিনি অস্ট্রেলিয়ায় কনসার্ট করেছিলেন৷ ইসরায়েলে কনসার্ট শুরু হওয়ার আগে প্যালেস্টাইন-ইসরায়েল পিস এনজিও ফোরামকে প্রায় ৬০০ টিকিট দিয়েছে ম্যাডোনা৷

বৃহস্পতিবার কনসার্ট শুরু হওয়ার আগে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সংঘাত বন্ধ করতে যে সব সংস্থা কাজ করছে, তাদের সম্মান প্রদর্শন করে ম্যাডোনা৷ উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আজ এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এনজিও উপস্থিত রয়েছে, যারা প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে৷''

ম্যাডোনা আরো বলেন,‘‘আমি শান্তি চাই বলা খুব সহজ, কিন্তু সেই কাজটা করা সত্যিই কঠিন৷ আমরা যদি আমাদের ধর্ম, বর্ণ, গোত্র ভুলে গিয়ে শুধু মানুষ হিসেবে সবার প্রতি সম্মান দেখাই – তাহলে আমরা নিঃসন্দেহে শান্তির পথে এগিয়ে যাবো৷''

প্রতিবেদন: এএফপি / মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য