1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী বিষয়ে গ্রিসের সঙ্গে জার্মানির চুক্তি

১৭ আগস্ট ২০১৮

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিসে যাঁরা প্রথম আশ্রয় চেয়েছিলেন, অথচ আছেন জার্মানিতে, তাঁদের গ্রিসেই ফেরত পাঠানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ৷ এর আগে স্পেনের সঙ্গেও জার্মানির একই ধরনের সমঝোতা হয়েছে৷

https://p.dw.com/p/33JXH
ছবি: picture-alliance/dpa/O. Panagiotou

শুক্রবার করা হয়েছে এই চুক্তি৷ এর ফলে এখন অনেক শরণার্থীকে গ্রিসে ফেরত পাঠাতে পারবে জার্মানি৷

দক্ষিণ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বেশ কিছুদিন ধরেই এ ধরনের চুক্তিতে আসার চেষ্টা করছে জার্মানি৷ যাঁরা এরই মধ্যে অন্য কোনো ইউরোপীয় দেশে আশ্রয়ের আবেদন করেছেন, তাঁদের সেসব দেশে এই চুক্তি অনুযায়ী ফেরত পাঠাতে পারবে জার্মানি৷

তাই চুক্তি অনুযায়ী এখন এথেন্সকে তাদের দেশে আশ্রয়ের আবেদন করেও অস্ট্রিয়া সীমান্ত পার হয়ে জার্মানিতে ঢুকে পড়া শরণার্থীদের ফেরত নিতে হবে৷ তবে বিনিময়ে এথেন্স কী পাবে, তা এখনো নিশ্চিত নয়৷

এর আগে স্পেনের সঙ্গে করা চুক্তিতেও এমন বিষয় ছিল৷ মরক্কো থেকে ভূ-মধ্য সাগর পাড়ি দিয়ে এসব শরণার্থীরা স্পেনে আসেন৷ সেখানে আশ্রয়ের আবেদনও করেন৷ কিন্তু পরে জার্মানিতে চলে আসেন৷

তবে এসব শরণার্থীর সংখ্যা খুব বেশি নয়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে, গত জুন থেকে অস্ট্রিয়া সীমান্ত দিয়ে গ্রিস থেকে জার্মানি আসা শরণার্থীর সংখ্যা দেড়শ'র বেশি হবে না৷

জার্মানির এমন দ্বিপাক্ষিক চুক্তি করতে উঠে-পড়ে লাগার কারণ স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার৷ তিনি জোট সরকার ভেঙ্গে দেয়ার হুমকি দেয়ার পর শরণার্থী সংক্রান্ত কিছু বিষয়ে আপোষ করতে বাধ্য হন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সেহোফার দক্ষিণের সীমান্ত একেবারে বন্ধই করে দিতে চাইছিলেন৷

এদিকে, ইটালির সঙ্গেও একই রকমের সমঝোতায় আসতে চাইছে জার্মানি৷ কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে জানা গেলেও ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বাগড়া দিতে পারেন৷ তিনি অভিবাসনবিরোধী লিগ পার্টির নেতা৷ গত সপ্তাহেই ম্যার্কেল ইঙ্গিত দিয়েছিলেন, সমঝোতা করতে প্রয়োজনে তিনি ইটালি সফর করবেন৷

জেডএ/এসিবি (ডিপিএ, এএফপি, কেএনএ)