শরণার্থীদের কন্টেইনারে আটকে রাখা হবে!
১০ ফেব্রুয়ারি ২০১৭হাঙ্গেরি বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, দেশটির সীমান্তে তৈরি বিভিন্ন শরণার্থী শিবিরে শিপিং কন্টেইনারের মধ্যে সকল রাজনৈতিক আশ্রয়প্রার্থী অভিবাসীকে রাখা হবে৷ যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, তাদের সবাইকে কন্টেইনারে পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি, এমনকি যারা বর্তমানে অন্যত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে৷
শরণার্থীদের প্রতিরোধে দেশটির ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সম্প্রতি বেশ কিছু কঠোর উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন৷ শিপিং কন্টেইনারে অভিবাসন প্রত্যাশীদের রাখার সিদ্ধান্ত সেসব উদ্যোগের প্রতিফলন৷ শরণার্থী ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সামগ্রিক নীতির কঠোর বিরোধী তিনি৷ কোটা পদ্ধতিতে শরণার্থীদের বিভিন্ন দেশে ভাগ করে দেয়ার যে সিদ্ধান্ত ইইউ নিয়েছিল, সেটি নিজের দেশে কার্যকর করেননি৷ এমনকি ইইউ’র বিরোধিতা সত্ত্বেও সার্বিয়ার সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে হাঙ্গেরি৷
ওরবানের চিফ অব স্টাফ জেনোস লেজার গণমাধ্যমকে বলেছেন, ‘‘মানুষের মুক্তভাবে ঘোরাঘুরির অধিকার বাতিল করা হবে৷ তারা শুধুমাত্র তাদের জন্য নির্ধারিত জায়গায় থাকতে পারবে৷’’
তিনি বলেন, ‘‘নির্ধারিত জায়গা হচ্ছে রাষ্ট্রের সীমান্ত৷ সেখানে ২০০-৩০০ মানুষ থাকতে পারেন, এমন কন্টেইনার স্থাপন করা হবে৷ রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে৷’’
প্রসঙ্গত, গত বছর ৩০,০০০ শরণার্থী হাঙ্গেরিতে রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করেন৷ কিন্তু দেশটি মাত্র ৪২৫টি আবেদন গ্রহণ করেছে৷
এআই/এসিবি (এএফপি, এপি)