1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতবর্ষে পা দিল আন্তর্জাতিক নারী দিবস

৮ মার্চ ২০১১

আন্তর্জাতিক নারী দিবসের একশো বছর পালন করছে বিশ্ব৷ ‘শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমান সুযোগ নিশ্চিত করবে নারীর কর্মসংস্থান ও উন্নয়ন' – এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের একশোরও বেশি দেশে আজ পালিত হচ্ছে এই দিবসটি৷

https://p.dw.com/p/10VFo
বছরের একটি দিনে নারীদের কথা ভাবলেও তাদের সার্বিক পরিস্থিতির কি কতটা উন্নতি হয়েছে?ছবি: AP

নারী শ্রমিকদের দৈনিক কাজের সময়, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে ১৯১০ সালে কোপেনহেগেনে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী সম্মেলন হয়৷ সোচ্চার নারী আন্দোলনকে স্মরণীয় করতে আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা সেটকিন৷ এরপর ১৯১১ সালের ১৯ মার্চ জার্মানিতে প্রথমবারের মতো পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস৷ ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে নারী অধিকার এবং আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে৷ তারপর থেকে বিশাল পরিসরে প্রতিবছর সারা বিশ্বে ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়ে আসছে৷

Flash-Galerie Frauen im Iran
ইসলামি বিশ্বে গণতান্ত্রিক অধিকারের জন্য সোচ্চার নারীরাছবি: Kossof

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এই দিবস উপলক্ষ্যে নারী অধিকার প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে নারী পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে সব উন্নয়নের অংশীদার হিসেবে পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে৷ বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ সমাজ ও জাতি গঠনেও নারী নমাজ কার্যকর ভূমিকা রেখে চলেছে৷

ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এই দিবস উপলক্ষ্যে বলেছেন, উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে নারী এবং কন্যা শিশুদের শিক্ষা৷

ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক নারী দিবসের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে উত্তর আফ্রিকার পরিবর্তন ঘটাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালের মার্চ মাসকে ‘নারীদের ইতিহাসের মাস' বলে ঘোষণা দিয়েছেন৷

আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে ইন্টারনেট ভিত্তিক তথ্য খোঁজার জনপ্রিয় মাধ্যম গুগল আজ তাদের হোম পেজ'কে বিশেষ লোগো ডুডলের সঙ্গে সম্পৃক্ত করেছে৷ তারা ডুডলের সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসের লিংক করে দিয়ে এই দিবসটি নিয়ে প্রচার চালাচ্ছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন