1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শচীনের শতক

১৬ মার্চ ২০১২

আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে শত রানের শতকে পৌঁছে গেছেন ‘লিটল মাস্টার' শচীন তেন্ডুলকর৷ ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম এই রেকর্ড করলেন৷

https://p.dw.com/p/14LdJ
ছবি: AP

শচীনের এই শততম সেঞ্চুরিটি হয় হয় করেও হয়নি গত একটি বছর৷ ক্রিকেটের এই রাজপুত্তুরের সে দীর্ঘ অপেক্ষা ঘুচেছে আজ৷ এশিয়া কাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশ বনাম ভারতের খেলায় নিজের শততম শতকের দেখা পেয়েছেন তিনি৷

শেষ খবর পাওয়া পর্যন্ত, ৪৬ ওভারে ২ উইকেট হারিয়ে এই মুহূর্তে ভারতের সংগ্রহ মোট ২৫৭ রান৷

ক্রিজ আগলে ব্যাটিং করছেন ‘লিটল মাস্টার' শচীন তেন্ডুলকর ও সুরেশ রায়না৷ আর এর-ই মধ্যে সাজঘরে ফিরে গেছেন ওপেনার গৌতম গম্ভীর (১১) ও বিরাট কোহলি (৬৬)৷

Sydney Cricket Stadion
শচীনের এই শততম সেঞ্চুরিটি হয় হয় করেও হয়নি গত একটি বছরছবি: AP

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ৷

নিজেদের প্রথম খেলায় পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ৷ তাই এশিয়া কাপের আজকের খেলাটি বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই৷ স্বাভাবিকভাবেই এ খেলায় জয় পাবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করবে তারা৷

কিন্তু যদি ভারত জিতে যায়, তাহলে নিজেদের একটি ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে ফেলবে তারা৷ আর পাকিস্তান তো এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে ইতিমধ্যেই৷ এশিয়া কাপের এবারের আসরে দু'টি খেলায় মোট নয় পয়েন্ট অর্জন করে এখন পাকিস্তানই শীর্ষ অবস্থানে রয়েছে ৷

তাই, আজ যদি ভারত জিতে যায়, তাহলে ফাইনাল খেলাটা বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও এবারের শীর্ষ পয়েন্টধারী দল পাকিস্তানের মধ্যেই হবে৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য