1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিংকনকে নিয়ে ছবি মুক্তি পাবে প্রেসিডেন্ট নির্বাচনের পর

২৪ সেপ্টেম্বর ২০১১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে নিয়ে হলিউডের প্রখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের তৈরি ছবি মুক্তি পাবে আগামী বছর৷ তবে ছবিটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর৷

https://p.dw.com/p/12fqu
আব্রাহাম লিংকনছবি: Fotolia/imageit

রাজনৈতিক ছবি হওয়ার কারণে ইচ্ছা করেই ছবিটি পরে মুক্তি দেবেন স্পিলবার্গ৷

এ প্রসঙ্গে স্পিলবার্গ বলেছেন, ‘আগামী বছর নির্বাচনের পরপরই ছবিটি মুক্তি দেওয়া হবে৷ এটি আরো আগেই মুক্তি দেওয়া যেতো৷ যেহেতু এটি একটি রাজনৈতিক ছবি, তাই বিশেষ উদ্দেশ্যেই নির্বাচনের পর ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷'

ইতিহাসবিদ ডরিস কেয়ার্নস গুডউইনের সম্প্রতি প্রকাশিত ‘টিম অফ রাইভালস' বই অবলম্বনে ছবিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন স্পিলবার্গ৷ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের রিচমন্ডে ছবিটির শুটিং শুরুর প্রস্তুতি চলছে৷

ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন ‘মাই লেফট ফুট'খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস৷ আর লিংকনের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মার্কিন অভিনেত্রী স্যালি ফিল্ডকে৷ লিংকনের বড় ছেলে রবার্ট টড লিংকনের চরিত্রে অভিনয় করবেন জোশেফ গর্ডন-লেভিট৷ এ ছাড়া রিপাবলিকান নেতা থ্যাডিউস স্টিভেনস চরিত্রে অভিনয় করবেন হলিউডের অন্যতম অভিনেতা টমি লি জোনস৷

দাসপ্রথা বিলোপ, মার্কিন গৃহযুদ্ধ নিরসনে প্রয়াত লিংকনের উদ্যোগসহ তাঁর জীবনের শেষ চার মাসকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী৷ এ প্রসঙ্গে পরিচালক স্পিলবার্গ বলেছেন, ‘জীবনের শেষ চার মাসে মহৎ কিছু কাজ করেছিলেন লিংকন৷ ছবিটির মাধ্যমে সেই বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করবো৷'

Steven Spielberg
স্টিভেন স্পিলবার্গছবি: Steven Spielberg

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সম্পাদনা: জাহিদুল হক