1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাল কার্ড দেখিয়ে বের করে দেয়ায় খুশি জিদান

২২ ডিসেম্বর ২০০৯

ফ্রান্সের সাবেক বিশ্ব-ফুটবল তারকা জিনেদিন জিদান এখন খুব খুশি এবং কৃতজ্ঞ তাঁকে লাল কার্ড দেখিয়ে স্টেডিয়াম থেকে বের করে দেয়ার জন্য৷

https://p.dw.com/p/LAxy
ফাইল ফটোছবি: picture alliance/dpa

উল্লেখ্য যে, বার্লিনে দুই হাজার ছয় সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ইটালির মার্কো মাটেরাজ্জিকে তাঁর মাথা দিয়ে আঘাত করার জন্য রেফারি জিদানকে লাল কার্ড দেখিয়ে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন৷ সেই ঘটনা স্মরণ করে জিদান এখন বলছেন, আমি জানি না আমি যদি মাঠে থাকতাম এবং ফ্রান্স বিশ্ব শিরোপা জিততো তাহলে আমার প্রতিক্রিয়া কি হত? ৩৭ বছর বয়সি জিদান এ কথা বলেন, ফরাসী ম্যাগাজিন ফ্রাঁস ফুটবল এর সাথে এক সাক্ষাৎকারে৷

প্রায় এক মাস আগে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ান জিদান ফরাসী দলে তাঁর সাবেক সহ খেলোয়াড় থিয়েরি অঁরি এর সমালোচনা করেন বিশ্বকাপের বাছাই পর্বের অতি গুরুত্বপূর্ণ খেলায় পেনাল্টি এলাকায় হাত দিয়ে বল পাস দেয়ার জন্য৷ পাসটি পেয়ে বলটি জালে প্রবেশ করান উইলিয়াম গালাস৷ ফলে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় দুই হাজার দশ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে ফ্রান্স৷ তবে জিদান বলেন, তিনি নিশ্চিৎ যে, অঁরি তাঁর কাজটির জন্য গর্বিত নন৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক