1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেন হত্যায় সংশ্লিষ্ট সিআইএ’র তথ্যদাতারা আটক

১৬ জুন ২০১১

সিআইএ’র সন্দেহভাজন ৫ তথ্যদাতাকে গ্রেপ্তার করেছে পাকিস্তান৷ গ্রেপ্তারকৃতরা গত মে মাসে অ্যাবটাবাদে লাদেনকে হত্যায় মার্কিন বাহিনীকে সহায়তা করেছিল৷ এদের মধ্যে এক সেনা কর্মকর্তা রয়েছে বলেও দাবি মার্কিন গণমাধ্যমের৷

https://p.dw.com/p/11b4U
Supporters of a Pakistani religious group Jamaat-e-Islami chant slogans during an anti American rally in Abbottabad, Pakistan, on Friday, May 6, 2011. Osama bin Laden was killed by a helicopter-borne U.S. military force on Monday, in a fortress-like compound on the outskirts of Abbottabad. (AP Photo/Anjum Naveed) zu: USA planen Truppenabzug aus Pakistan
পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপের বিপক্ষে প্রতিবাদ (ফাইল ফটো)ছবি: AP

গ্রেপ্তারকৃতদের তালিকা

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন একটি ‘সেফ হাউস' এর মালিক৷ পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেনের আস্তানার খুব কাছেই এই বাড়িটির অবস্থান৷ লাদেনের গতিবিধির উপরে নজরদারির জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সেফ হাউসটি ভাড়া নিয়েছিল৷ আটককৃতদের মধ্যে রয়েছেন একজন সেনা মেজরও৷ তিনি লাদেনের আস্তানায় যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়িগুলোর নম্বরপ্লেট পর্যবেক্ষণ করেছিলেন৷ বাকিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি৷ তবে আটক পাঁচজনই সিআইএ'র তথ্যদাতা, এমনটাই দাবি করেছে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস৷

পাকিস্তান সরকারের মন্তব্য

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার আজমত আব্বাস বিবিসিকে জানিয়েছেন, কোন পাকিস্তানি সেনাকে আটক করা হয়নি৷ তবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই অনেককে জিজ্ঞাসাবাদ করছে৷ তাদের বিরুদ্ধে অ্যামেরিকার গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ রয়েছে৷ তিনি বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের মধ্যে লাদেনের আস্তানার কাছের একটি বাড়ির কয়েকজন রয়েছে৷ আমরা ধারণা করছি এরা সিআইএ'র জন্য কাজ করছে''৷

An image made from Geo TV video shows flames at what is thought to be the compound where terror mastermind Osama bin Laden was killed Sunday, May 1, 2011, in Abbatabad, Pakistan. (AP Photo/GEO TV) TV OUT, NO SALES
গত দোসরা মে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে আল-কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছবি: AP

আজমত আব্বাস লাদেনকে হত্যা পরবর্তী ধরপাকড় সম্পর্কে আরো কিছু তথ্য জানিয়েছেন৷ তাঁর কথায়, দুই ধরনের মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷ এদের মধ্যে একদল, মার্কিন হেলিকপ্টারগুলোকে লাদেনের আস্তানা দেখিয়ে দিতে সংকেতশিখা ছুঁড়েছিল৷ অন্যদল মার্কিন হেলিকপ্টারগুলোকে পাকিস্তানের ভূখণ্ডেই পুনরায় জ্বালানী সংগ্রহে সহায়তা করেছিল৷

মার্কিন প্রতিক্রিয়া

ওবামা প্রশাসন বুধবার স্বীকার করেছে পাকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্ক ‘জটিল', তবে শক্তিশালী৷ হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমরা যে সহযোগিতা পাচ্ছি তা খুবই প্রয়োজনীয়৷ পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তবে এই সম্পর্ক জটিলও৷

উল্লেখ্য, গত দোসরা মে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে আল-কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে৷ এই ঘটনার পর থেকে মার্কিন-পাকিস্তান সম্পর্কে টানোপোড়েন চলছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য