লাদেন হত্যা
৬ নভেম্বর ২০১২মালদ্বীপের জনসংখ্যা তার চেয়ে মাত্র ৪ লাখ বেশি৷ তবে আফ্রিকার টোঙ্গায় যত লোকের বাস তার চেয়ে তিনগুন বেশি লোক টেলিভিশনে দেখেছেন ‘সিল টিম সিক্স : দ্য রেড অন ওসামা বিন লাদেন' ছবিটি৷ বারাক ওবামা সেখানে অভিনয় করেননি৷ তারপরও ছবিতে আছেন তিনি৷ হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে পুরোনো ফুটেজ ব্যবহার করা হয়েছে সেখানে৷ তাই ৬ নভেম্বরের নির্বাচনের দু দিন আগে, অর্থাৎ মঙ্গলবার টিভি পর্দায় নিজের বড় একটা সাফল্যের কাহিনি নিয়ে ভোটারদের সামনে হাজির হয়েছিলেন ঠিকই বারাক ওবামা৷
ওসামা বিন লাদেনকে হত্যা করাকে প্রেসিডেন্ট হিসেবে তাঁর বড় সাফল্যগুলোর তালিকায় সবার ওপরেই রাখেন ওবামা৷ মার্কিনিরাও সেভাবেই দেখেন ব্যাপারটিকে৷ লাদেন হত্যার ঘটনা নিয়ে নির্মিত ছবিই ‘সিল টিম সিক্স : দ্য রেড অন ওসামা বিন লাদেন'৷ নির্বাচনের মাত্র দু দিন আগে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে এর টেলিভিশন প্রিমিয়ার হবে – এ ঘোষণার পরই শুরু হয়েছিল সমালোচনা৷ সমালোচকদের মূল বক্তব্য ছিল, এমন সময়ে প্রিমিয়ার আয়োজন আসলে ওবামার পক্ষে প্রচারণা চালানোর পাঁয়তারা৷ পরিচালক জন স্টকওয়েল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন৷
সন্দেহ তবু থাকছেই, কেননা, একে তো প্রিমিয়ার হয়েছে নির্বাচনের দু'দিন আগে, তার ওপর যেখানে হয়েছে সেই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলটি আবার মিডিয়া মুঘল রুপার্ট মারডকের৷ রুপার্ট মারডক ডেমোক্র্যাট সমর্থক৷ তা ছাড়া ছবির পরিবেশক এবং অন্যতম প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন ওবামার জন্য তহবিল সংগ্রহে ভূমিকা রেখেছেন প্রকাশ্যে৷ এসব কারণেই সমালোচকদের তোপের মুখে পড়েছিল ছবিটি৷
এখন আর সমালোচকদের কথায় কান দিচ্ছেন না পরিচালক জন স্টকওয়েল৷ নির্বাচনের ডামাডোলে এসবে কান দেয়ার সুযোগ আছে? ২৭ লাখ মানুষ দেখেছেন, সেই সুবাদে ছবিটি পেয়ে গেছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে এ বছরের সবচেয়ে জনপ্রিয় এবং ইতিহাসের ষষ্ঠ জনপ্রিয় অনুষ্ঠানের স্বীকৃতি – প্রিমিয়ার আয়োজনের সার্থকতা তো সেখানেই৷ ওবামার প্রচার হোক না হোক, ছবিটি তো ঠিকই দর্শক খুঁজে পেয়েছে৷
দেড় ঘণ্টার ছবি ‘সিল টিম সিক্স: দ্য রেড অন ওসামা বিন লাদেন'-এ তুলে ধরা হয়েছে লাদেনকে হত্যা করার রোমাঞ্চকর নাটকীয়তা৷ সেখানে লাদেনের চরিত্রে অভিনয় করেছেন ইয়ন কেম্পটন৷
এসিবি/ এসবি (এএফপি, ইন্টারনেট)