লাদেন’এর বাবুর্চির জন্য ১৪ বছরের কারাদণ্ড
১২ আগস্ট ২০১০ইব্রাহাম আল-কোসি'র জন্ম সুদানে৷ বয়স এখন প্রায় ৫০৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ - যে তিনি উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা'র সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন ষড়যন্ত্রে অংশগ্রহণ সহ মালামাল সরবরাহ করে সন্ত্রাসবাদে সহায়তা করে আসছিলেন৷ আর এই অভিযোগেই গত প্রায় নয় বছর যাবত কিউবার গুয়ান্তানামো বন্দিশালায় আটক ছিলেন ইব্রাহাম আল-কোসি৷
গত মাসে কোসি স্বীকার করেন , ‘‘হ্যাঁ, আফগানিস্তানে অবস্থিত বিন-লাদেন'এর ‘স্টার অব জিহাদ' রান্না-ঘর পরিচালনার সময়, আমি জানতাম যে আল-কায়েদা একটি সন্ত্রাসি সংগঠন৷'' আর গুয়ান্তানামো উপসাগরের মার্কিন নৌ-ঘাঁটিতে অবস্থিত যুদ্ধাপরাধ আদালতে এ কথা স্বীকার করতেই, তাঁকে ১৪ বছরের হাজতবাস দেয় যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত৷
কোসি'র আইনজীবী তাঁকে নেহাতই একজন বাবুর্চি বলে চিহ্নিত করতে চাইলেও, বিরোধী পক্ষ কিছুতেই তাতে সায় দেয় না৷ তাদের কথায়, কোসি নাকি সুদানে লাদেন'এর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর আফগানিস্তানে আসেন এবং সেখানকার তোরা বোরা পর্বতমালা দিয়ে আল-কায়েদা নেতাদের পালাতে সহায়তা করেন৷ তবে ঘটনার সত্যতা যাই হোক না কেন, শোনা যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে গোপন সমঝোতার কারণে শেষ পর্যন্ত হয়ত অনেক কম সাজা ভোগ করতে হবে কোসি'কে৷ ১৪ বছরের থেকে হয়ত বাদ পড়বে গত প্রায় নয় বছরের কারাবাসের দিনগুলি৷
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: ফাহমিদা সুলতানা