1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারালিম্পিক

২৯ আগস্ট ২০১২

লন্ডনে ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিক৷ এই আসরে ১৭৪টি দেশের ৪,২০০ ক্রীড়াবিদ ৫০৩টি পদক জয়ের লড়াইয়ে অবতীর্ণ হবেন৷ তবে অনেকের মনে যে প্রশ্নটি দেখা দিয়েছে, সেটি হচ্ছে প্যারালিম্পিক কী?

https://p.dw.com/p/15zIm
Germany's Norbert Mosandl rides in the HCC class during the men's time trial HCC (Hand Cycle C) at the Triathlon Venue On the outskirts of Beijing, during the Beijing 2008 Paralympic Games, China, 12 September 2008. Mosandl finished in fifth position. EPA/DIEGO AZUBEL +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

গ্রীষ্মকালীন অলিম্পিকের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খেলাধুলার আসর হচ্ছে প্যারালিম্পিক৷ ১৯৮৮ সাল থেকে প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ গ্রীষ্মকালীন অলিম্পিক যে ভেন্যুতে আয়োজন করা হয়, প্যারালিম্পিকও সেখানে হয়ে থাকে৷ আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) এই আসরের আয়োজন করে৷

প্যারালিম্পিকে কোন ধরনের ক্রীড়াবিদরা অংশ নিতে পারবেন, সে সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা রয়েছে আইপিসি'র৷ এই কমিটির বক্তব্য হচ্ছে, বৈকল্যের কারণে স্থায়ী এবং যাচাইযোগ্যভাবে শারীরিক বা মানসিক সক্ষমতা কমে যাওয়া ক্রীড়াবিদ প্যারালিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন৷ তবে অস্থায়ীভাবে শারীরিক সক্ষমতা হারানো ক্রীড়াবিদরা, যেমন হাত বা পা ভেঙে যাওয়ার কারণে সাময়িকভাবে সাধারণ প্রতিযোগিতায় অংশগ্রহণের অক্ষম, প্যারালিম্পিকে অংশ নিতে পারবেন না৷

Torch bears pose for photographs outside the Shri Swaminarayan Mandir temple, as they carry the Paralympic flame during the torch relay in London August 29, 2012. REUTERS/LOCOG/pool (BRITAIN - Tags: SPORT OLYMPICS RELIGION) NO COMMERCIAL OR BOOK SALES. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS
প্যারালিম্পিকের মশাল বহন করছেন ক্রীড়াবিদরাছবি: Reuters

প্যারালিম্পিয়ানদেরকে জন্মগতভাবে বৈকল্যের শিকার হতে হবে এমন কোন কথা নেই৷ এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হতে পারেন মার্টিন রাইট৷ ২০০৫ সালে লন্ডনে আল-কায়েদার পরিকল্পিত বোমা হামলায় দু'পা হারান তিনি৷ রাইট ব্রিটেনের ভলিবল টিমের সদস্য হিসেবে প্যারালিম্পিকে অংশ নিচ্ছেন৷

এছাড়া ভিন্নভাবে সক্ষম ক্রীড়াবিদরা সাধারণ ক্রীড়াবিদদের সঙ্গে অলিম্পিকে অংশ নেওয়ার নজিরও রয়েছে৷ দক্ষিণ আফ্রিকার ‘ব্লেড রানার' খ্যাত দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস গত অলিম্পিকে অংশ নিয়েছেন৷ অসুখের কারণে ছোটবেলায় দুই পা কেটে ফেলতে হয়েছিল তাঁর৷

অলিম্পিকে অংশ নিতে অবশ্য বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল পিস্টোরিয়াসকে৷ দৌড়ানোর জন্য পায়ে ব্লেড ব্যবহারের কারণে পিস্টোরিয়াস বাড়তি সুবিধা পেয়ে থাকেন, এই মর্মে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন তাঁকে সাধারণ দৌড়বিদের কাতারে ফেলতে চায়নি৷ তাই মামলা করতে হয়েছিল পিস্টোরিয়াসকে৷ সেই মামলায় জিতে তিনি লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ করেন৷

Brazilian swimmer Daniel Dias, who be will competing in S5 swimming classification races, jokes with photographers as he is seen through an underwater window in the aquatic center during a training session ahead of the 2012 Paralympics, Monday, Aug. 27, 2012, in London. Dias, who was born with malformed upper and lower limbs, won nine medals, including four gold medals, at the Beijing Paralympics, more than any other athlete. (Foto:Matt Dunham/AP/dapd)
ব্রাজিলের সাঁতারু ড্যানিয়েল ডিয়াসছবি: dapd

দক্ষিণ আফ্রিকার আরেক ক্রীড়াবিদ, নাটালি ডু টয় ২০০১ সালে গাড়ি দুর্ঘটনায় এক পায়ের অংশবিশেষ হারান৷ তা সত্ত্বেও ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি৷ সেবার মেয়েদের ১০ কিলোমিটার ম্যারথন সাঁতারে ১৬তম অবস্থান অর্জন করেন তিনি৷

প্রসঙ্গত, ২৯ আগস্ট থেকে লন্ডনে শুরু হওয়া প্যারালিম্পিক চলবে আগামী ৯ সেপ্টেম্বর অবধি৷ অধিকাংশ ক্ষেত্রে লন্ডন অলিম্পিকের একই ভেন্যু প্যারালিম্পিকের ইভেন্টগুলো আয়োজন করা হবে৷

প্রতিবেদন: বেনইয়ামিন ম্যাক / এআই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য