ভ্যান হামলার ফলেই মাকরামের মৃত্যু
২৩ জুন ২০১৭হামলার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ তবে তিনি ভ্যান হামলার কারণে, নাকি তার আগেই মারা গিয়েছিলেন তা নিয়ে আলোচনা চলছিল৷ কারণ, এক পায়ে সমস্যার কারণে মাকরামী আলী ভ্যান হামলা হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন৷
তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ ভ্যান হামলার কারণেই মাকরাম আলীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে৷ ‘‘ময়নাতদন্তের পর পাওয়া প্রাথমিক তথ্য বলছে, ‘বেশ কয়েকটি আঘাতের’ কারণেই তাঁর মৃত্যু হয়েছে৷’’
পুলিশের বিবৃতিতে মাকরাম আলীর পরিবারের বক্তব্যও উল্লেখ করা হয়েছে৷ তাঁর পরিবার বলছে, ‘‘পায়ের সমস্যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন৷ তারপর সেই সমস্যা কাটিয়ে উঠে বাসায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ কিন্তু তারপরই সেই মর্মান্তিক হামলার শিকার হন তিনি৷’’
চার মেয়ে ও দুই ছেলের বাবা ছিলেন মাকরাম আলী৷ দু'জন নাতি-নাতনিও ছিল তাঁর৷ বিবৃতিতে তাঁর সন্তানরা জানিয়েছে, ‘‘আমাদের বাবা শান্ত ও ভদ্রলোক ছিলেন৷ তাঁর কোনো শত্রু ছিল না৷ রাজনৈতিক ও সামাজিক আলোচনায় অংশ না নিয়ে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন৷’’
ভ্যান হামলারপর আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ এর মধ্যে তিনজন এখনও হাসপাতালে আছেন৷ দু’জনের অবস্থা আশংকাজনক৷
এই ঘটনায় ৪৭ বছর বয়সি ড্যারেন অসবর্নকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি ওয়েলসের রাজধানী কার্ডিফের বাসিন্দা৷ শুক্রবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ সম্পর্কিত হত্যার অভিযোগ আনা হয়েছে৷
এদিকে, বুধবার প্রিন্স চার্লস হামলাস্থল পরিদর্শনে গিয়েছিলেন৷ সেখানে তিনি সংশ্লিষ্টদের কাছে রানি দ্বিতীয় এলিজাবেথের সংহতি বার্তা পৌঁছে দেন৷ এই সময় পুলিশ আসা পর্যন্ত জনতার আক্রমণ থেকে হামলাকারীকে বাঁচানোয় মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদের প্রশংসা করেন৷
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)