লন্ডনের মসজিদে সন্ত্রাসী হামলা
লন্ডনের ফিনসবুরিতে একটি মসজিদের সামনে সোমবার ভোররাতে ভ্যানের চাপায় কমপক্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন৷ ব্রিটেনের মুসলিম কাউন্সিল এই হামলাকে ইসলামবিদ্বেষের ‘সবচেয়ে হিংস্র প্রকাশ’ হিসেবে আখ্যা দিয়েছে৷
লন্ডনে মসজিদের কাছে হামলা
পুলিশ জানিয়েছে, গত রাত বারোটা বিশ মিনিটে লন্ডনের সেভেন সিস্টার্স রোডে মুসলমানদের মসজিদের সামনে মুসল্লিদের উপর ভ্যান তুলে দিয়েছে এক ব্যক্তি৷ ফিনসবুরিতে এই হামলায় নিন্দার ঝড় উঠেছে৷
একজন নিহত, আহত দশ
হামলায় কমপক্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ এছাড়া আরো দশ ব্যক্তি আহত হয়েছেন৷
সন্দেহভাজনকে গ্রেপ্তার
ভ্যান হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ৷ স্কাই নিউজকে কমপক্ষে দু’জন প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন যে, ভ্যানের মধ্যে তিন ব্যক্তি ছিল৷
সন্ত্রাসবিরোধী তদন্ত
লন্ডন মেট্রোপোলিটন পুলিশ নিশ্চিত করেছে যে, সন্ত্রাসবিরোধী কমান্ড ইউনিট গতরাতের ঘটনার তদন্ত করছে৷ সে দেশের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন যে, মুসলিম মুসল্লিদের উপর হামলাকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে৷
হামলার পর রাস্তায় প্রার্থনা
গতরাতের হামলার পর স্থানীয়দের রাস্তায় প্রার্থনা আদায় করতে দেখা গেছে৷ এদিকে, ব্রিটিশ মুসলিম কাউন্সিল টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘‘এখন পর্যন্ত সবচেয়ে হিংস্র মুসলিম বিদ্বেষের প্রকাশ’’ এটি৷