১৫ ইউরো’র কনসার্ট
২৭ অক্টোবর ২০১২তারই প্রস্তুতি চলছে প্যারিসে৷ এতোদিন পর বড় কনসার্ট করার আগে নিজেদের ঝালাই করে নিতে বৃহস্পতিবার প্যারিসের একটি ছোট্ট ক্লাবে কনসার্টে অংশ নিয়েছেন মিক জ্যাগাররা৷
মাত্র সাড়ে তিনশো দর্শক সেই কনসার্ট উপভোগ করতে পেরেছেন৷ এবং মাত্র ১৫ ইউরোর টিকিট কেটে! যেখানে ব্রিটেনে অনুষ্ঠেয় দুটি কনসার্টের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ ইউরো করে৷
বৃহস্পতিবার রাতে কনসার্টটি করার ঘোষণা দেয়া হয় সেদিন সকালে, দলের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে৷ জানানো হয় দুপুর ১২ টা থেকে টিকিট দেয়া হবে৷ কিন্তু কীভাবে কীভাবে যেন বুধবার থেকেই কনসার্টের গুজব শুনতে পায় ফ্যানরা৷ ফলে বুধবার রাত থেকেই টিকিটের জন্য তারা নির্দিষ্ট দোকানের সামনে অপেক্ষা করতে থাকে৷ এক পর্যায়ে লাইন এতো বড় হয়ে যায় যে দুপুর বারোটা থেকে টিকিট দেয়ার কথা থাকলেও দুঘণ্টা আগেই সেই কাজটা শুরু করতে হয়েছিল৷
শুরুতে আধাঘণ্টা কনসার্ট করার কথা থাকলেও শেষ পর্যন্ত এক ঘণ্টা ২০ মিনিট ধরে দর্শক মাতিয়ে রেখেছিলেন রোলিং স্টোনসের ‘বুড়ো' শিল্পীরা৷ কেননা তাদের সর্বকনিষ্ঠের বয়স ৬৫৷ আর ভোকালিস্ট জ্যাগারের বয়স ৬৯৷
কনসার্টে উপস্থিত এক দর্শক বলেছেন, মাত্র ১৫ ইউরোতে রোলিং স্টোনসের কনসার্ট - অসাধারণ!
জেডএইচ / এএইচ (এএফপি)