1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোমা সম্প্রদায়ের দুর্দশা

৩ আগস্ট ২০২২

ইউরোপের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী রোমা সম্প্রদায়ের লোকজন বর্ণবাদ ও অধিকারবঞ্চিত হচ্ছেন, বলে মন্তব্য করেছেন জার্মানির টুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বোডো রামেলো৷

https://p.dw.com/p/4F4Z6
আউশভিৎসে জার্মানির টুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বোডো রামেলো
ছবি: Jacob Schröter/Staatskanzlei Thüringen/dpa/picture alliance

রোমা হলোকাস্ট দিবস উপলক্ষে মঙ্গলবার পোল্যান্ডের আউশভিৎস-বিরকেনাউ ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন৷ রামেলো বাম দলের প্রধান এবং জার্মানির ১৬টি রাজ্যের চেম্বার বুন্দেসরাটেরও প্রেসিডেন্ট৷ তিনি ইউরোপীয়ান রোমা হলোকাস্ট দিবস উপলক্ষে পোল্যান্ডে নাৎসি বাহিনীর ক্যাম্প আউশভিৎস-বিরকেনাউ পরিবদর্শন করেন৷ সেখানে তিনি বলেন, ‘‘এখনো তারা অনেক জায়গায় কোণঠাসা৷ তারা বিভিন্ন দেশে ঘৃণা, বৈষম্য, বর্ণবাদ, সহিংসতার শিকার এবং তাদের নাগরিক ও সামাজিক অধিকার বঞ্চিত৷''

ইউরোপে রোমা জনসংখ্যা প্রায় ১ কোটির মত৷ এরা ইউরোপের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়৷ রামেলো ছাড়াও সেন্ট্রাল কাউন্সিল অফ জার্মান সিনটি ও রোমার চেয়ারম্যান রোমাইনি রোজে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন৷

ইউরোপে সিন্টি ও রোমা জনগোষ্ঠীর উপর নিপীড়নের ইতিহাস

১৯৪৪ সালের ২ আগস্ট নাৎসিরা পোল্যান্ডের এই ক্যাম্পের গ্যাস চেম্বারে চার হাজার ৩০০-র মতো সিনটি ও রোমা সম্প্রদায়ের মানুষকে হত্যা করে৷ ইউরোপজুড়ে তাদের হাতে রোমা জনগোষ্ঠীর প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যা করা হয়৷

২০১৫ সালে ইউরোপীয় পার্লামেন্ট ২ আগস্টকে ইউরোপীয় রোমা হলোকাস্ট দিবস হিসেবে ঘোষণা করে৷

‘‘পাঁচ লাখ সিনটি ও রোমা সম্প্রদায়ের মানুষকে হত্য করে নাৎসি কর্তৃত্ববাদ সরকার,'' রামেলো বলেন৷ ‘‘ইহুদি ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতো সিনটি ও রোমাদের একটি বর্ণ বিদ্বেষের বশে হত্যা করা হয়৷''

১৯৮২ সালে রোমানিদের একটি উপগোষ্ঠী সিনটি হত্যাকেও গণহত্যার স্বীকৃতি দেয়া হয়৷

জেডএ/কেএম (ডিপিএ, ইপিডি, কেএনএ, এএফপি)