রোববারের ঢাকার চিত্র
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারাদিন উত্তাল ছিল ঢাকা৷ আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ নিহত হয়েছেন ছয়জন৷
সরকারের পদত্যাগের দাবিতে
বাংলাদেশের সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন প্রতিবাদরকারীরা৷ রাজধানীর শাহবাগ বাংলাদেশের সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জানান তারা৷
রাস্তায় বিক্ষোভ
রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলে৷ আজ থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷
অগ্নি সংযোগ
রাজধানীর বাংলামোটর সড়কে সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়৷
যানবাহনে আগুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভেতর বিভিন্ন স্থানে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়া হয়৷
‘মার্চ টু ঢাকা’ ঘোষণা
আগামীকাল ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ সারাদেশের ছাত্র-জনতাকে এজন্য ঢাকায় আসার আহ্বান জানিয়েছে তারা৷ রোববার এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে৷
রূপায়ণ টাওয়ারে হামলা
বাংলা মোটর এলাকায় রূপায়ণ টাওয়ারে হামলার অভিযোগ উঠেছে। সেখানে দেশ রূপান্তরের সাংবাদিকেরা অবরুদ্ধ রয়েছেন বলে জানা গিয়েছে। টাওয়ারের নিচ তলায় আগুন দেয়া হয়েছে। মারধর করার অভিযোগও শোনা গিয়েছে।
সংঘাত
শাহবাগ মোড়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷
নিহত ১৩
রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ঢাকা উত্তর আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ারুল ইসলাম রয়েছেন৷