1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোডমার্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি

১৮ অক্টোবর ২০১১

বিএনপির চেয়ারপার্সন ও বেগম খালেদা জিয়া রোডমার্চের পথ সভায় আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন৷ আর আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল বিলাসী রোডমার্চের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে৷

https://p.dw.com/p/12uM1
একের পর এক কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ বাড়াচ্ছেন খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

ঢাকা থেকে বগুড়ার পথে এটি বিএনপির নেতৃত্বে ৪ দলের দ্বিতীয় রোডমার্চ৷ রোডমার্চে খালেদা জিয়া বিভিন্ন জায়গায় পথসভা করে বক্তব্য রাখেন৷ তিনি গাজীপুরের পথসভায় বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বিদায় করেছে৷ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে৷ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবেনা৷ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই নির্বাচন করতে হবে৷

বিকেল বেলা রোড মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে বগুড়া পৌছায়৷ সন্ধ্যার আগে তিনি সেখানে এক জনসভায় দেয়া বক্তৃতায় সরকারের সমালোচনা করেন৷ তিনি দেশবাসীকে আগামীতে আরো কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান৷ রাতে বগুড়ায় অবস্থান করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই রোড মার্চ কাল রাজশাহী গিয়ে শেষ হবে৷

এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রোডমার্চের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে৷ তিনি বলেন, তাদের এই বিলাসী রোডমার্চে ভোটের বাক্সে কোন প্রভাব ফেলবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান