1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোজায় সিএনজি স্টেশনে ৬ ঘণ্টা গ্যাস বন্ধ

৩০ মার্চ ২০২২

পুরো রোজার মাস বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে ‘পিক আওয়ারে' দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে সরকার৷

https://p.dw.com/p/49CwZ
প্রতীকী ছবিছবি: Davor Puklavec/PIXESELL/picture alliance

বুধবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে৷

গত ১ মার্চ থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হত৷ এখন আরও এক ঘণ্টা বাড়ল৷

সংবাদ বিজ্ঞপ্তিতে, সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে ‘আন্তরিক দুঃখ' প্রকাশ করা হয়েছে৷ এছাড়াও এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে এবং সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে৷  

সার উপাদন ছাড়াও গরমের মৌসুমে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা বাড়ায় সরবরাহ ঠিক রাখতে পেট্রোবাংলাকে হিমশিম খেতে হচ্ছে৷ পেট্রোবাংলার হিসাবে মঙ্গলবার আমদানি ও দেশের উৎপাদন মিলিয়ে গ্রাহককে মোট ২ হাজার ৯৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে৷

এর মধ্যে বিদ্যুতের জন্য ২ হাজার ২৫২ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছে ১ হাজার ১১১ মিলিয়ন ঘনফুট৷ সার উৎপাদনে ৩১৬ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মাত্র ১৪৩ মিলিয়ন ঘনফুট দিতে পেরেছে পেট্রোবাংলা৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান