1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোগীদের সাহায্য করতে হাসপাতালে রোবট

১ মার্চ ২০১৯

হাসপাতালে রোগীদের সেবার ক্ষেত্রে রোবট কাজে লাগালে কেমন হয়? গবেষকরা নার্সদের কাজের চাপ কমাতে এমন সব রোবট পরীক্ষা করছেন৷ তাঁদের দাবি, এর ফলে রোগী ও নার্স  দুই পক্ষেরই সুবিধা হবে৷

https://p.dw.com/p/3EI3f
Belgien Liege Krankenhaus-Roboter namens Pepper
ছবি: Getty Images/AFP/J. Thys

‘পেপার' নামের জাপানি রোবট সরাসরি রোগীর কাছে জানতে চায়, ‘‘আপনার এমআরটি পরীক্ষা হয়েছে কি?'' প্রশ্নপত্র পূরণ করার প্রয়োজন নেই, সে যা জানার তা জেনে নেবে৷ হাসপাতালের রোগীরা কতটা খোলা মনে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে পারেন, এমআরটি পরীক্ষার আগে তা খতিয়ে দেখা হচ্ছে৷

জেরিয়াট্রিক্স বা বার্ধক্যবিদ্যা বিভাগে পারো নামের সিল মাছের মতো দেখতে রোবট কাজ করছে৷ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের রোগীরা তার গায়ে হাত বুলিয়ে শান্ত হতে পারেন৷ ফলে নার্সদের কাজ কিছুটা কমে৷ তাঁদেরই একজন বেনইয়ামিন ফ্রিডেল৷ তিনি বলেন, ‘‘মানুষের সঙ্গে অথবা সামাজিক স্তরে যোগাযোগ আমাদের পেশায় অত্যন্ত জরুরি৷ তা কিন্তু আগের মতোই থাকছে৷ পারো-র কাজ হচ্ছে রোগীদের শান্ত করে আমাদের সেই কাজে সাহায্য করা৷''

রোগীদের দেখাশোনা সংক্রান্ত গবেষণা দলের প্রধান পাট্রিক ইয়ান হাসপাতালে আরও রোবট কাজে লাগাতে চান৷ তাঁর মতে, এর ফলে নার্সদের প্রয়োজন মোটেই ফুরিয়ে যাবে না, বরং তাঁদের সুবিধা হবে৷ হালে বিশ্ববিদ্যালয় হাসপাতালের পাট্রিক ইয়ান বলেন, ‘‘কাজের চাপ কমার ফলে মানুষ আরও বেশি সময় ধরে পেশায় থাকতে পারে৷ রোবট সেই সম্ভাবনা উজ্জ্বল করে তুলছে৷ তাছাড়া তরুণ প্রজন্মও এই পেশার প্রতি আকৃষ্ট হতে পারে৷''

জার্মান এয়ারোস্পেস সেন্টার ডিএলআর-ও ভবিষ্যতে রোগীদের দেখাশোনার বিষয়ে গবেষণা করছে৷ যেমন ‘এডান' নামের রোবটিক হাতসহ এক হুইলচেয়ার, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়৷ হাঁটাচলা করতে পারেন না, এমন মানুষকে কার্যত স্বাধীন করে তুলবে সেই রোবট৷ ইলেকট্রোডের কল্যাণে সামান্য পেশি সঞ্চালনের মাধ্যমেও সেটি চালানো যাবে৷ এখনো গবেষণার পর্যায়ে থাকলেও জার্মানির প্রায় ৬০ শতাংশ মানুষ রোবটের সাহায্য নিতে প্রস্তুত৷ ডিএলআর-এর বিজ্ঞানী আনেটে হাগেনগ্রুবার বলেন, ‘‘আমরা নার্সকে সরিয়ে তার জায়গায় রোবট আনতে চাই না, বরং নার্সকে তাঁর নিয়মিত কাজে সাহায্য করতে চাই৷ যেমন রোবট রোগীদের নিয়ে আসা বা ফিরিয়ে আনার কাজ করলে নার্স সেবার কাজে বেশি সময় দিতে পারবেন৷''

জার্মানির হালে শহরে ভবিষ্যতের এই স্বপ্ন এখনই হাতেনাতে পরীক্ষা করা হচ্ছে৷ অপেক্ষাকৃত সহজ রোবট কাজেলাগিয়েও নার্সদের অতিরিক্ত কাজের চাপ কিছুটা কমানো সম্ভব হচ্ছে৷

মাল্টে রোভেয়ার-কালমান/এসবি