রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে আগুন
২ জানুয়ারি ২০২২স্থানীয় সাংবাদিক আব্দুর রহমান ডয়চে ভেলেকে জানান, রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ২০ নম্বর ক্যাম্পে অবস্থিত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) পরিচালিত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে৷
জানা গেছে, রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দিতে তৈরি এই হাসপাতালটিতে মূলত করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হতো৷
আগুন লাগার পরপরই হাসপাতালটিতে থাকা রোগী, ডাক্তার ও কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়৷
তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷
কক্সবাজারে কর্মরত আইওএম-এর ন্যাশনাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ ডয়চে ভেলেকে জানান, আগুন লাগার সঙ্গেই সঙ্গেই হাসাপাতলটির অগ্নিনির্বাপনব্যবস্থা সক্রিয় হয়ে উঠে৷ পাশাপাশি ক্যাম্পে নিয়োজিত ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে৷
কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ওই কর্মকর্তা আরো বলেন, ‘‘আগুনে হাসপাতালের কম্পাউন্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল অংশ অক্ষত আছে৷ তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে সোমবার বিষয়টি খতিয়ে দেখা হবে৷’’
আরআর/এডিকে