‘রেকর্ড’ গড়তে চলেছেন ওবামা
২১ জানুয়ারি ২০১৩দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার দিনে চতুর্থবারের মতো শপথ নিতে হচ্ছে বারাক ওবামাকে৷ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজির আর নেই৷ চারবার শপথ নিয়েছিলেন আরো একজন৷ ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট৷ তবে তিনি চারবার, অর্থাৎ ১৯৩২, ১৯৩৬, ১৯৪০ এবং ১৯৪৪ – এই চার দফা প্রেসিডেন্ট হয়ে শপথ নিয়েছিলেন৷
এখন অবশ্য দুবারের বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই৷ তাই এটাই বারাক ওবামার শেষ সুযোগ, আর এ সুযোগে মাত্র দু'বারেই রুজভেল্টকে ছুঁয়ে ফেললেন তিনি ঘটনাচক্রে৷ ২০০৯ সালে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা৷ শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি জন রবার্টস হঠাৎ তোতলাতে শুরু করায় একটা শব্দের উচ্চারণ ঠিকমতো করতে পারেননি৷ এইটুকুর জন্যই আবার ওবামাকে হোয়াইট হাউসে নতুন করে শপথ নিতে হয় পরের দিন৷
এবার সাংবিধানিকভাবে শপথ নেয়ার কথা ২০শে জানুয়ারি৷ সেদিন পড়ে যায় রবিবার, যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ছুটির দিন৷ অফিস আদালত সব বন্ধ৷ তাই নিয়ম মানতে রবিবার একটি ঘরোয়া অনুষ্ঠানে শপথ নেন ওবামা৷ কিন্তু আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার ব্যাপারটা তুলে রাখতে হয় সোমবারের জন্য৷ মানুষের আগ্রহ তাতে খুব একটা কমেনি৷ এ অনুষ্ঠানে কমপক্ষে আট লক্ষ মানুষ যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে৷ সংখ্যাটা খুব বড় হলেও ওবামার প্রথম দফার তুলনায় অনেক কম৷ ২০০৯ সালে তাঁর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিল প্রায় ১৮ লক্ষ মানুষ!
যুক্তরাষ্ট্রে যে বারাক ওবামার জনপ্রিয়তা চার বছর আগের তুলনায় অনেক কমেছে, এ থেকে তা কিছুটা অনুমান করা যায়৷ তবে যুক্তরাষ্ট্রে দুপুর বারোটায় তিনি যে ভাষণ দেবেন সেখান থেকেই শুরু হবে তাঁর এবং তাঁর ডেমোক্র্যাট দলের জনপ্রিয়তা বাড়িয়ে নেয়ার অভিযান৷ জনপ্রিয়তা কমলেও তা একেবারে শঙ্কিত হবার পর্যায়ে তো যায়নি! এখনও যুক্তরাষ্ট্রে ওবামাকে নিয়ে আশাবাদী মানুষের সংখ্যাই বেশি৷ গত সপ্তাহেই একটা জরিপ চালিয়েছিল এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল৷ সেখানে শতকরা ৪৩ ভাগ মানুষ জানিয়েছেন, ওবামা দ্বিতীয় দফায় ভালো কাজ দেখাবেন বলেই তাঁদের বিশ্বাস৷ ৩৫ ভাগ লোক ওবামার ওপর ভরসা রাখতে পারছেন না এবং বাকি ২২ ভাগ আছেন আশা-নিরাশার দোলাচলে৷
এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)