1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রেকর্ড’ গড়তে চলেছেন ওবামা

২১ জানুয়ারি ২০১৩

রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে একবার শপথ নিয়েছেন বারাক ওবামা৷ তবে আসল শপথ অনুষ্ঠান সোমবার৷ এ অনুষ্ঠানেই হয়ে যাবে নতুন এক রেকর্ড৷

https://p.dw.com/p/17O3d
WASHINGTON, DC - JANUARY 20: (AFP OUT) U.S. President Barack Obama, along with first lady Michelle Obama, Vice President Joseph Biden and Jill Biden, delivers remarks at the Inaugural Reception at the National Building Museum on January 20, 2013 in Washington, D.C. Obama defeated Republican candidate Mitt Romney on Election Day 06 November 2012 to be re-elected for a second term. (Photo by Shawn Thew-Pool/Getty Images)
ছবি: Getty Images

দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার দিনে চতুর্থবারের মতো শপথ নিতে হচ্ছে বারাক ওবামাকে৷ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজির আর নেই৷ চারবার শপথ নিয়েছিলেন আরো একজন৷ ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট৷ তবে তিনি চারবার, অর্থাৎ ১৯৩২, ১৯৩৬, ১৯৪০ এবং ১৯৪৪ – এই চার দফা প্রেসিডেন্ট হয়ে শপথ নিয়েছিলেন৷

WASHINGTON, DC - JANUARY 20: (AFP OUT) U.S. President Barack Obama, with First Lady Michelle Obama, delivers remarks at the Inaugural Reception at the National Building Museum on January 20, 2013 in Washington, D.C. Obama defeated Republican candidate Mitt Romney on Election Day 06 November 2012 to be re-elected for a second term. (Photo by Shawn Thew-Pool/Getty Images)
সস্ত্রীক বারাক ওবামাছবি: Getty Images

এখন অবশ্য দুবারের বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই৷ তাই এটাই বারাক ওবামার শেষ সুযোগ, আর এ সুযোগে মাত্র দু'বারেই রুজভেল্টকে ছুঁয়ে ফেললেন তিনি ঘটনাচক্রে৷ ২০০৯ সালে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা৷ শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি জন রবার্টস হঠাৎ তোতলাতে শুরু করায় একটা শব্দের উচ্চারণ ঠিকমতো করতে পারেননি৷ এইটুকুর জন্যই আবার ওবামাকে হোয়াইট হাউসে নতুন করে শপথ নিতে হয় পরের দিন৷

এবার সাংবিধানিকভাবে শপথ নেয়ার কথা ২০শে জানুয়ারি৷ সেদিন পড়ে যায় রবিবার, যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ছুটির দিন৷ অফিস আদালত সব বন্ধ৷ তাই নিয়ম মানতে রবিবার একটি ঘরোয়া অনুষ্ঠানে শপথ নেন ওবামা৷ কিন্তু আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার ব্যাপারটা তুলে রাখতে হয় সোমবারের জন্য৷ মানুষের আগ্রহ তাতে খুব একটা কমেনি৷ এ অনুষ্ঠানে কমপক্ষে আট লক্ষ মানুষ যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে৷ সংখ্যাটা খুব বড় হলেও ওবামার প্রথম দফার তুলনায় অনেক কম৷ ২০০৯ সালে তাঁর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিল প্রায় ১৮ লক্ষ মানুষ!

যুক্তরাষ্ট্রে যে বারাক ওবামার জনপ্রিয়তা চার বছর আগের তুলনায় অনেক কমেছে, এ থেকে তা কিছুটা অনুমান করা যায়৷ তবে যুক্তরাষ্ট্রে দুপুর বারোটায় তিনি যে ভাষণ দেবেন সেখান থেকেই শুরু হবে তাঁর এবং তাঁর ডেমোক্র্যাট দলের জনপ্রিয়তা বাড়িয়ে নেয়ার অভিযান৷ জনপ্রিয়তা কমলেও তা একেবারে শঙ্কিত হবার পর্যায়ে তো যায়নি! এখনও যুক্তরাষ্ট্রে ওবামাকে নিয়ে আশাবাদী মানুষের সংখ্যাই বেশি৷ গত সপ্তাহেই একটা জরিপ চালিয়েছিল এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল৷ সেখানে শতকরা ৪৩ ভাগ মানুষ জানিয়েছেন, ওবামা দ্বিতীয় দফায় ভালো কাজ দেখাবেন বলেই তাঁদের বিশ্বাস৷ ৩৫ ভাগ লোক ওবামার ওপর ভরসা রাখতে পারছেন না এবং বাকি ২২ ভাগ আছেন আশা-নিরাশার দোলাচলে৷

এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য