1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেক রেকর্ডের সন্ধান

৩০ ডিসেম্বর ২০১৩

বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি দুবাইয়ে৷ মানুষের তৈরি সবচেয়ে বড় দ্বীপ সেখানে৷ বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরও দুবাইতে৷ এবার শহরটি আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছে৷

https://p.dw.com/p/1AiHN
Dubai Expo 2020
ছবি: Karim Sahin/AFP/Getty Images

ইংরেজি নতুন বছর উদযাপন করতে প্রায় চার লক্ষ আতশবাজি পোড়ানোর এক মহাপরিকল্পনা নিয়েছে দুবাই৷ চারশ স্থান থেকে ছয় মিনিট ধরে আতশবাজিগুলো উৎক্ষেপণ করা হবে৷ ‘পাম জুমেইরাহ' ও ‘দ্য ওয়ার্ল্ড' – এই দুটি মানবসৃষ্ট দ্বীপের আকাশে দেখা যাবে আতশবাজির খেলা৷

এই প্রদর্শনী ‘গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড'এ থাকা ‘সবচেয়ে বড় আতশবাজির প্রদর্শনী'র রেকর্ড ভাঙবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দুবাই সরকার৷

২০১০ সালে বিশ্বের সবচেয়ে উঁচু ৮২৮ মিটারের ‘বুর্জ খলিফা' ভবন উদ্বোধনের পর থেকেই নববর্ষ উদযাপনের দিক দিয়ে বিশ্বের অন্যতম শহরে পরিণত হওয়ার চেষ্টা শুরু করে দুবাই

জেডএইচ / এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য