1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ডের পথে ফুটবলের ‘প্রিন্সেস’ প্রিন্স

২৩ জুন ২০১১

১৯৯৪ সাল৷ বয়স ১৬৷ নেমে পড়লেন ক্যানাডার বিপক্ষে৷ করে ফেললেন গোল৷ এর ঠিক এক বছর পর হয়ে গেলেন ইতিহাস৷ কারণ সবচেয়ে কম বয়স্ক হিসেবে খেলে ফেললেন বিশ্বকাপ৷ এই হলেন বিরগিট প্রিন্স, জার্মান মহিলা ফুটবল দলের অধিনায়ক ও স্ট্রাইকার৷

https://p.dw.com/p/11i2M
বল পায়ে ছুটে চলেছেন বিরগিট প্রিন্সছবি: picture alliance/augenklick

সেই থেকে শুরু৷ চলছে এখনো৷ এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকার খেলা হবে তাঁর৷ এমন খেলোয়াড় আছেন আরও দুজন - ব্রাজিলের ফোরমিঙ্গা আর জাপানের হোমারে সাওয়া৷ তবে একটা বিষয়ে এই দুজনের চেয়ে ব্যতিক্রম হয়ে উঠতে পারেন প্রিন্স৷ সেটা হচ্ছে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে গোল করতে পারেন তিনি৷ আর তাহলেই হয়ে যাবেন প্রথম - মানে আরেকটা ইতিহাস৷

অবশ্য রেকর্ড করা যেন প্রিন্সের একটা প্রিয় অভ্যাস৷ আর না হলে এমন কেউ কী করে! ২০০১ থেকে ২০০৮, এই টানা আট বছর তিনি ছিলেন জার্মানির সেরা মহিলা ফুটবলার৷ এরমধ্যে আবার ২০০৩ থেকে ২০০৫, এই তিন বছর হয়েছেন বিশ্বের সেরা মহিলা ফুটবলার৷ আর ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ফিফা ব়্যাংকিং'এ তাঁর অবস্থান ছিল দুই নম্বরে৷

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগায় তিনি খেলেন ‘এফএফসি ফ্রাঙ্কফুর্ট' দলের হয়ে৷

ফুটবলের মতো ব্যক্তি জীবনেও অনন্য ক্যারিয়ার ৩৩ বছর বয়সী প্রিন্সের৷ পেশায় ফিজিওথেরাপিস্ট৷ লেখাপড়া রয়েছে মনোবিজ্ঞানেও৷ সেজন্য কাজ করছেন ফিফার বর্ণবাদবিরোধী কার্যক্রমেও৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য