‘রূপকথার বিয়ে’তে ব্রিটেনে আর্থিক লাভের আশা
১৭ নভেম্বর ২০১০খুচরা বিক্রির গবেষণা সংস্থা ভারডিক্ট এই হিসেব দিয়েছে৷ রূপকথার এই বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছর৷ চার্লস-ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম তাঁর দীর্ঘদিনের বান্ধবী কেট মিডলটনকে বিয়ে করতে যাচ্ছেন৷ এই বিয়ে নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা৷ ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম সুপারমার্কেট চেইন অ্যাসডার পূর্বাভাসে বলা হয়েছে, ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী এবং তাঁর বান্ধবীর বাগদানকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যেই পাঁচ পাউন্ড মূল্যে তাঁদের ছবি বিক্রি শুরু করা হয়েছে৷ রাজপরিবারের পক্ষ থেকে মঙ্গলবার তাঁদের বাগদানের কথা ঘোষণা করা হয়৷
ভারডিক্ট বলছে, বাগদান সম্পর্কিত নানা পণ্য বিক্রি করেই ১২ থেকে ১৮ মিলিয়ন পাউন্ড রোজগার হতে পারে৷ তারা আরো বলছে, বিয়ে সম্পর্কিত পণ্যদ্রব্য বিক্রি করে ২৬ মিলিয়ন পাউন্ডেরও বেশি রোজগার হতে পারে৷ ভারডিক্টের পূর্বাভাস বলছে, খাবার এবং নানা রকমের খুচরা সামগ্রী বিক্রি করে ৩৬০ মিলিয়ন পাউন্ড লাভ হতে পারে৷ কেননা নবদম্পতিকে টোস্ট করতে ক্রেতারা ওয়াইন এবং শ্যাম্পেন কিনবেন৷ এছাড়া এই রাজকীয় বিয়ে উপলক্ষ্যে ভ্রমণ এবং পর্যটন খাত থেকে রাজস্ব আয় হতে পারে ২১৬ মিলিয়ন পাউন্ড৷
প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক