যুদ্ধ করে সমাধান হবে না
১৩ ডিসেম্বর ২০১২বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি'র নেতৃত্বে বিরোধী ১৮ দলের আধাবেলার হরতাল কর্মসূচি শুরু হয়েছে৷ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারে দাবিতেই তাদের এই হরতাল৷
কিন্তু চলতি মাসেই আরো দু'দফা হরতাল এবং অবরোধে উদ্বিগ্ন সুশীল সামজের প্রতিনিধিরা৷ এই ধরণের কর্মসূচিতে এবার সহিংসতার নতুন মাত্রা যোগ হয়েছে৷ সুশাসনের জন্য নাগরিক বা সুজন-এর ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘দেখে শুনে মনে হচ্ছে আমরা আবার লাশের রাজনীতিতে ফিরে যাচ্ছি৷'' আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে বলেন, এর পরিণতি শুধু রাজনৈতিক অস্থিতিশীলতায় সীমাবদ্ধ না থেকে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে৷
বদিউল আলম মজুমদার বিরোধী দলের কর্মসূচি ঠেকাতে সরকারি দলের অনুসারীদের মাঠে নামার সমালোচনা করে বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিরোধী দলের সঙ্গে সরকারের যে ব্যাপক দূরত্ব – তা ঘোচাতে সরকারকেই এগিয়ে আসতে হবে৷ তবে বিরোধী দলকেও হতে হবে আরো নমনীয়৷
ওদিকে হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, আলোচনা করেই সমাধানে আসতে হবে৷ বিকল্প কোনো পথে সমাধান আসবে না৷ তাঁরা দু'জনই মনে করেন, এই যে সংঘাতের রাজনীতি – তা রাজনৈতিক দলগুলোর জন্য ক্ষতিকর৷ কিন্তু দেশের ভাবমূর্তিকেও তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে৷