1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাসায়নিক হামলার প্রস্তুতি?

২৭ জুন ২০১৭

সিরিয়া সরকার নাকি আবার রাসায়নিক অস্ত্র প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে৷ এমনটা করলে বাশার আল আসাদ ও তাঁর বাহিনীকে বড় মূল্য দিতে হবে বলে হুমকি দিলো ট্রাম্প প্রশাসন৷

https://p.dw.com/p/2fRcb
ইদলিব রাসায়নিক অস্ত্র হামলা
ছবি: Getty Images/AFP/O. H. Kadour

গত ৪ঠা এপ্রিল সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার আগে যেমন প্রস্তুতি চোখে পড়েছিল, এখনও সেরকম আভাস পাচ্ছে মার্কিন প্রশাসন৷ বিরোধী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে খান শেখউন শহরে সেই হামলায় কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছিল৷ তবে আসাদ সরকার এই অভিযোগ অস্বীকার করে৷ প্রেসিডেন্ট আসাদ স্বয়ং এক সাক্ষাৎকারে বলেন, এপ্রিল মাসের এই হামলার অভিযোগ শতভাগ মিথ্যা৷

সেবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বিমানবাহিনীর শায়রাত নামের এক ঘাঁটির উপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন৷ উল্লেখ্য, সিরিয়ায় প্রায় ৬ বছরের সংঘর্ষে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে৷

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সোমবার বলেন, আসাদ প্রশাসনের সম্ভাব্য হামলায় বেসামরিক মানুষ, এমনকি শিশুদেরও প্রাণহানি ঘটতে পারে৷ তবে এ সংক্রান্ত গোপন তথ্য বা অ্যামেরিকার পালটা পদক্ষেপ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি৷ স্পাইসার আরও বলেন, সিরিয়া ও ইরাকে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে মার্কিন প্রশাসন সিরিয়ায় সক্রিয় রয়েছে৷ মার্কিন নেতৃত্বে কোয়ালিশন বাহিনী রাকা শহর থেকে আইএস-কে উৎখাত করতে অভিযান চালাচ্ছে৷

কিছু সূত্র অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির ধারণা, আসাদ প্রশাসন সম্ভবত সদ্য তৈরি রাসায়নিক অস্ত্র ইনস্পেক্টরদের কাছ থেকে লুকিয়ে রেখেছে৷ সামরিক স্থাপনায় অস্বাভাবিক গতিবিধির কারণে আসন্ন হামলার আশঙ্কা দানা বাঁধছে৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সিরিয়ার হাতে কিছু রাসায়নিক অস্ত্র এসেছে – এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলিও মনে করে, আসাদ প্রশাসনের হাতে কয়েক টন রাসায়নিক অস্ত্র রয়েছে৷

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি এক টুইট বার্তায় আরও এক ধাপ এগিয়ে বলেছেন, সিরিয়ার জনগণের উপর আরও হামলা হলে শুধু আসাদ নয়, তাদের মদতকারী রাশিয়া ও ইরানকেও দায়ী করা হবে৷

এমন হুমকির ফলে সিরিয়ায় মার্কিন ও রুশ স্বার্থের মধ্যে বড় মাত্রায় সংঘাতের আশঙ্কা বাড়ছে৷ আসাদ প্রশাসনের সমর্থক হিসেবে রাশিয়া এর আগেও মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিয়েছে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য