1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রামপালে বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা এভাবে!

২ আগস্ট ২০১৬

বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি ফেসবুকেও বেশ আলোচনা হচ্ছে৷ এসব আলোচনায় তাঁরা বিভিন্ন তথ্য, উপাত্ত ব্যবহার করছেন৷

https://p.dw.com/p/1JaBZ
রামপালে বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ
ছবি: picture-alliance/dpa/Pacific Press/M. Hasan

তবে একজন ফেসবুক পাঠক ঐ বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতার কারণগুলো শুধু লিখেই ক্ষান্ত হননি, তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভিডিও৷ এতে ঐ বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন সময়ে সরকার ও বিরোধীপক্ষের দেয়া বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে৷

এরপর ঐসব বক্তব্যের প্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন অনুপম দেবাশীষ রায় নামের ঐ ফেসবুক ব্যবহারকারী৷

২০ ঘণ্টা আগে নিজের ফেসবুকে শেয়ার করা ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা হয়েছে ৫৮ হাজার বার৷ শেয়ার হয়েছে সাড়ে তিন হাজার বারের বেশি৷

ভিডিওটির নীচে অনেকে মন্তব্যও করছেন৷ বেশিরভাগই তাঁর এই উদ্যোগের প্রশংসা করলেও সমালোচনামূলক বক্তব্যও করছেন কেউ কেউ৷

জেডএইচ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান