1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রানার বিরুদ্ধে হত্যা চার্জশিট

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ এপ্রিল ২০১৪

বাংলাদেশের সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ভবনের মালিক সোহেল রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যার অভিযোগে আদালতে চার্জশিট দেয়া হবে এ মাসেই৷ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি-র এএসপি বিনয় কৃষ্ণ কর ডয়চে ভেলেকে জানিয়েছেন এ তথ্য৷

https://p.dw.com/p/1BjYj
Bangladesch Rana Plaza Einsturz Rettungsarbeiten 26.04.2013
ছবি: Reuters

রানা প্লাজা ধসের ঘটনায় মোট দুটি মামলার তদন্ত করছে সিআইডি৷ একটি ইমরাত নির্মাণ আইনে এবং অপরটি দুর্ঘটনা জনিত হত্যা৷ দুটি মামলার তদন্তই এ মুহূর্তে শেষ পর্যায়ে রয়েছে৷ সিআইডি-র এএসপি বিনয় কৃষ্ণ কর ডয়চে ভেলেকে বলেন, এর আগে দায়ের করা দুর্ঘটনা জনিত হত্যা মামলায় তারা সরাসরি হত্যার অভিযোগে রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আদালতে টার্জশিট দেবেন৷ তারা তদন্তে অপরাধ প্রমাণের যথেষ্ঠ স্বাৰ্য ও আলামত সংগ্রহ করেছেন৷

তিনি জানান, ‘‘প্রথমে মামলাটি দণ্ডবিধির ৩০৪/ক ধারায় দেয়া হলেও, তারা আদালতে চার্জশিট দেবেন ৩০২/৩৪ ধারায়৷ এই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড৷ এই মামলায় সোহেল রানাসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ কিন্তু আসামি আরো বেশি হবে বলে জানান তিনি৷ রানা ও রানার বাবা ছাড়াও রানা প্লাজার পাঁচটি পোশাক কারখানার মালিক-কর্মকর্তা এবং স্প্যানিশ নাগরিক ডেভিড মেয়রসহ ৮ জনকে প্রাথমিকভাবে এই মামলার আসামি করা হয়েছিল৷ ডেভিড মেয়র রানা প্লাজা ধসের পর আর বাংলাদেশে ফিরে আসেননি৷

Bangladesch Demonstration der Textilarbeiter in Dhaka
এই মায়েদের চোখের জল কে মুছবে?ছবি: Imago/Xinhua

গত বছরের ২৪শে এপ্রিল রানা প্লাজা ধসে মোট ১,১৩৫ জন পোশাক শ্রমিক নিহত হন৷ তার আগের দিন ঐ ভবনে ফাটল দেখা দিলেও, রানা ও পোশাক কারখানার কর্মকর্তারা জোর করে শ্রমিকদের ২৪শে এপ্রিল ভবনে ঢুকতে বাধ্য করেন৷ শ্রমিকরা ভবনে প্রবেশ করতে না চাইলে পোশাক কারখানার কর্মকর্তারা তাঁদের ছাটাই করার হুমকি দেয়৷ তাঁদের জোর করে ভবনে ঢোকানোর কিছুক্ষণ পরই ভবনটি ধসে পরে৷ যুবলীগ নেতা রানাকে ভবন ধসের কয়েকদির পর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ ইমারত আইনের মামলায় তিনি জামিন পেলেও হত্যা মামলায় তিনি এখনও কারাগারে আছেন৷

সিআইডি-র এএসপি বিনয় কৃষ্ণ কর বলেন, ‘‘ভবনটিতে ফাটল দেখা দেয়ার পরও জোর করে শ্রমিকদের সেই ভবনে ঢুকতে বাধ্য করা আর সেই ভবন ধসে তাঁদের মৃত্যু সরাসরি হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়৷'' তাঁর কথায়, ‘‘শ্রমিকদের যে জোর করে ঢোকানো হয়েছে তার প্রত্যক্ষদর্শী ছাড়াও স্বাৰ্য প্রমাণ আছে৷ আছে ভিডিও ফুটেজ৷''

অন্যদিকে ইমরাত আইনে দায়ের করা মামলায়ও চার্জশিট দেয়া হবে একই সঙ্গে৷ সেই মামলায়ও রানা, রানার বাবাসহ অন্যান্যদের আসামি করা হচ্ছে৷

তদন্ত কর্মকর্তা জানান, ‘‘তাঁরা মামলার তদন্ত কাজ শেষ করে এখন আইনগত মতামত নিচ্ছেন৷ মতামত পেলেই চার্জশিট দেবেন৷ তাঁদের আশা, ২৪শে এপ্রিল রানা প্লাজা ধসের এক বছর পূর্তির আগেই চার্জশিট দেয়া সম্ভব হবে৷''

রানা প্লাজা ধসের পর দুটি মামলাই হয়েছিল সাভার থানায়৷ ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান ডয়চে ভেলেকে জানান যে, প্রাথমিক তদন্ত শেষে সিআইডি-কে তদন্তের দায়িত্ব দেয়া হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান