জার্মানিতে শম্বুকদের অগ্রযাত্রা
১৪ সেপ্টেম্বর ২০১৪আঁধার হওয়ার সাথে সাথে এরা নিঃশব্দে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসে৷ নানারকম গাছগাছালি, আগাছা ও লতাপাতা খেতে পছন্দ করে তারা৷ গড়িয়ে গড়িয়ে চলে ঘাস, পাথর ইত্যাদির ওপর দিয়ে৷ এক রাতে ২৫ মিটার পর্যন্ত পাড়ি দিতে পারে তারা৷ বলা যায় ‘শম্বুক গতি' প্রবাদটিকে বুড়ো আঙুল দেখিয়ে৷
নানা প্রজাতির শামুক
বাগানে দেখা যায় নানা প্রজাতির শামুক৷ ছোট লেজ বিশিষ্ট দুই সেন্টিমিটার লম্বা, খোলসবিশিষ্ট হালকা রঙের ও ফুটকিওয়ালা কমলা রঙের শামুক ইত্যাদি৷ তারা স্যাঁতসেঁতে মাটিতে আরাম বোধ করে৷ শুষ্কতা এদের বড় শত্রু৷
মালাকোলজি বা শামুক, ঝিনুক প্রভৃতি নরম প্রাণীতত্ত্ববিদ ফোলরাথ ভিসে ১২০,০০০ ধরনের শামুক রয়েছে বলে জানান৷ বিজ্ঞানী ভিসে মিলিয়ন বছর আগের শামুকের খোলস সংগ্রহ করে থাকেন৷ এইসব সামগ্রীর একটি মিউজিয়ামও রয়েছে তাঁর৷ খোলসহীন স্প্যানিশ শামুক পছন্দ নয় এই গবেষকের৷ ‘‘কেননা মানুষ যা পছন্দ করে, সেটা তারা খেয়ে ফেলে৷ আর তাদের চেহারাও আকৃষ্ট করার মতো নয় বলে৷''
আদতে শামুকরা বাস করতো পানিতে৷ বিশেষ করে সাগরের শামুকরা আকৃষ্ট করে বিজ্ঞানী ভিসেকে৷
উপকারীও
খোলোসওয়ালা এক ধরনের শামুক বাগানে গাছপালার কাজে লাগে৷ শুকনা উদ্ভিদ ও অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গ ও শামুক খেয়ে থাকে থাকে তারা৷ এই জাতীয় শামুক অনেক জায়গায় মানুষের খাদ্য হিসাবেও প্লেটে আসে৷ অন্যদিকে নগ্ন শামুকগুলি থেকে শজারুর মতো প্রাণীও দূরত্ব বজায় রাখে৷ এগুলির পিছলা দেহ ও তিতা স্বাদ তাদেরও যেন বিবমিষা জাগায়৷ অন্ধকারে এইগুলির ওপর পড়লে পিছলে পড়ার ঘটনাও ঘটে৷
মানুষও দায়ী
শামুকের উপদ্রবের জন্য মানুষও কম দায়ী নয়৷ আগের মতো এখন গ্রামগঞ্জে হাঁস, মুরগি চড়ে বেড়াতে দেখা যায় না, যেগুলি কীটপতঙ্গ ও শামুক খেয়ে কমাতে পারতো ৷ এছাড়া কুকুর বিড়াল পোষার ঝোঁক বাড়ছে মানুষের৷ এইসব প্রাণী আবার শামুকখেকো পাখিগুলিকে দূর করে৷ অভিযোগ করেন কৃষক রুডল্ফ ক্রিং৷
শামুকের উপদ্রবের হাত থেকে বাঁচতে হলে নানা রকম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে৷ এক ধরনের কীটনাশক দ্রব্য শামুক প্রতিরোধেও কাজ করে৷ কিন্তু এতে রয়েছে ‘মেথিওকার্ব' নামে এক ধরনের স্নায়ুর বিষ৷ তাই এটি ইউরোপীয় ইউনিয়নে শিগগিরই নিষিদ্ধ করা হচ্ছে৷
শামুকের দেহ প্রোটিন ও পানি দিয়ে তৈরি বলে লবণ দিয়ে প্রাণীগুলিকে দমন করা যায়৷ লবণ তরল পদার্থ শুকিয়ে ফেলতে পারে৷ সবচেয়ে ভালো পদ্ধতি হলো শামুকগুলি সংগ্রহ করে অন্য কোথাও ছেড়ে দেওয়া৷ তবে প্রতিবেশীর বাগানে নয়৷ সেখান থেকে অনায়াসে তারা আগের জায়গায় প্রত্যাবর্তন করতে পারে৷