1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজাপুরে ফিরতে পারছে না লিমন

৩ জুন ২০১১

রবিবার, ব়্যাবের গুলিতে আহত ঝালকাঠির রাজাপুরের কলেজ ছাত্র লিমন হোসেনের ব্যাপারে রিপোর্ট দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি৷ এদিকে, লিমন ঢাকার পঙ্গু হাসপাতালে আরো দু’দিন থাকার সুযোগ পেয়েছে৷

https://p.dw.com/p/11TCw
Rapid Action battalion (RAB) members, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ফাইল ফটোছবি: DW/Harun Ur Rashid Swapan

পঙ্গু লিমনকে বৃহস্পতিবার ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার কথা ছিল৷ কিন্তু লিমন ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তার কারণে, তাকে আরো দু'দিন হাসপাতালে থাকতে দেওয়ার অনুরোধ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আবেদন গ্রহণ করে৷

লিমন জানায়, হাসপাতাল থেকে ছাড়া পেলেও সে ও তার পরিবারের সদস্যরা, তাদের বাড়ি রাজাপুরে ফিরতে পারবেনা৷ কারণ ব়্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে, তাদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে লিমন৷ অর্থাৎ, মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে ব়্যাবের সোর্স পরিচয় দেয়া সন্ত্রাসীরা৷ তাই লিমন, তাকে গুলি করার বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে৷ তার কথা, সে যদি সত্যিই সন্ত্রাসী হয়, প্রধানমন্ত্রী যেন তাকে শাস্তি দেন৷ হাসপাতালে লিমনের মা হেনোয়ারা বেগম সন্তানের ভবিষ্যত চিন্তায় কান্নায় ভেঙ্গে পড়েন৷ তিনিও জানান, মামলা তুলে নেয়ার জন্য তাদের হুমকি দেয়ার কথা৷

এদিকে সরকার নিয়ন্ত্রত বার্তা সংস্থা বাসস বুধবার লিমনের ব্যাপারে একটি সংবাদ প্রকাশ করে, কয়েকঘণ্টা পর তা আবার প্রত্যাহার করে নেয়৷ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান তাতে বিস্ময় প্রকাশ করে খবরের বিষয়বস্তু জানান সংবাদ মাধ্যমকে৷

অন্যদিকে লিমনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আগামী রবিবার মন্ত্রণালয়ে তাদের রিপোর্ট জমা দেবে৷ বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর ঐ কমিটির প্রধান৷ ইতিমধ্যেই এ বিষয়ে রিপোর্ট দিয়েছে ব়্যাবের একাধিক তদন্ত কমিটি৷ গত ২৩শে মার্চ রাজাপুরে ব়্যাব এক সন্ত্রাসীকে ধরতে গেলে, লিমন পায়ে গুলিবিদ্ধ হয়৷ এনিয়ে ব়্যাব লিমনের বিরুদ্ধে দু'টি মামলাও করে৷ অবশ্য লিমনের পরিবারের দাবি, নিরীহ লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে ব়্যাব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ / আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য