‘সংলাপের বিকল্প নেই’
৩০ নভেম্বর ২০১৩
বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য চিঠি দেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷ এর পর থেকে রাজনীতির জল অনেক দূর গড়িয়েছে৷ জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং সহকারি সেক্রেটারি জেনেরেল অস্কার ফার্নান্দেজ তারানকো দু'ফা বাংলাদেশ সফর করেছেন৷ প্রথম দফা ডিসেম্বরে এবং দ্বিতীয় দফা ১০ই মে৷ আর চলতি সপ্তাহেই তিনি তৃতীয় দফায় বাংলাদেশ সফরে আসছেন বলে জানা গেছে৷ তার আগেই অবশ্য জাতিসংঘের মহাসচিব দুই নেত্রীকে আবারো চিঠি দিলেন৷ জানা গেছে, চিঠিতে রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কথাই বলা হয়েছে৷
চিঠি চালাচালি এবং বিশেষ দূতের দু'দফা ঢাকা সফরের বাইরেও গত ২৩শে আগস্ট দুই নেত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলে জাতিসংঘের মহাসচিব৷ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চালাকালে দুই দলের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে ‘সাইড লাইন'-এ আলোচনার উদ্যোগ নিলেও, শেষ পর্যন্ত সে আলোচনা হয়নি৷
এই অবস্থায় জাতিসংঘের নতুন উদ্যোগে কোনো ফল আসবে কিনা জানতে চাইলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘ফল আসুক বা না আসুক উদ্যোগ নিতে তো বাধা নেই৷ আর যে কোনো ইতিবাচক উদ্যোগই যে দেশের মানুষকে আশান্বিত করে৷''
শান্তনু মজুমদার অবশ্য এ কথাও বলেন যে, বিদেশি কূটনীতিকদের অত্রিমাত্রায় তত্পরতার বিরোধী তিনি৷ তবে জাতিসংঘ ভূমিকা রাখতে পারে৷ এই প্রতিষ্ঠানটির নানা সমালোচনা থাকলেও বাংলাদেশ এর সদস্য৷ সদস্য রাষ্ট্রের নানা বিষয়ে জাতিসংঘের উদ্বেগ, উত্কণ্ঠা থাকতেই পারে৷ সেই জায়গা থেকে জাতিসংঘ উদ্যোগ নিতে পারে৷ কিন্তু কী উপায়ে সংকট নিরসন হবে, তা বাংলাদেশের রাজনীতিবিদদের অভ্যন্তরীণ বিষয়৷
তিনি মনে করেন, জাতিসংঘ বা বাইরের চাপে নয়, শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই দুই রাজনৈতিক দল সমঝোতায় আসবে৷ কারণ, তারা জানে যে চূড়ান্ত সংঘাতের পরিণতি কী হবে৷ তারা জানে শেষ পর্যন্ত পুরো বিষয়টিই তাদের আয়ত্বের বাইরে চলে যেতে পারে৷ তখন দু'পক্ষই হিসেবের বাইরে চলে যাবে৷
তাহলে এত অনড় অবস্থান কেন, কেন ব্যাপক সহিংসতা? এই প্রশ্নের জবাবে শান্তনু মজুমদার বলেন, দুই পক্ষই চাইছে পরস্পরকে চাপে ফেলে যত দূর সম্ভব সুবিধা আদায় করতে৷ আর স্বাভাবিকভাবেই, তার বলি হচ্ছে দেশের সাধারণ মানুষ৷ দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে যখন ‘উইন উইন সিচু্য়েশন' তৈরি হবে, কেবল তখনই এই সংঘাত থামবে৷ হবে রাজনৈতিক সমঝোতা৷ তবে এ ধরণের পরিস্থিতির সৃষ্টি না হলে, শেষ পর্যন্ত দুই দলই ছিটকে পড়তে পারে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক৷