1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলিয়াস নিখোঁজ

২১ এপ্রিল ২০১২

প্রধান বিরোধী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পিছনে দেশি-বিদেশি শক্তি জড়িত বলে মনে করেন ’৯০-এর ছাত্র নেতারা৷ তাঁরা আজ এক সংবাদ সম্মেলনে তাঁকে অবিলম্বে উদ্ধারের দাবি জানান৷

https://p.dw.com/p/14iGh
Activists gather in front of the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
ফাইল ছবিছবি: DW

এরশাদ বিরোধী গণআন্দোলনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন '৯০-এর ছাত্র নেতারা৷ ইলিয়াস আলী নিজেও '৯০- এর ছাত্র নেতাদের একজন৷ সেই সময়ের বিএনপিপন্থী ছাত্র নেতারা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে এক হয়েছেন৷ শুক্রবার তাঁরা ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পিছনে দেশি-বিদেশি শক্তি জড়িত৷ তাঁরা তাঁকে অবিলম্বে উদ্ধারের দাবি জানান৷ সংবাদ সম্মেলনে সাবেক ছাত্র নেতাদের পক্ষে কথা বলেন আমান উল্লাহ আমান৷

বিএনপি ও তার অঙ্গ সংগঠন আজ ঢাকায় একাধিক প্রতিবাদ সমাবেশ করেছে৷ এসব সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ারসহ বিএনপি'র সিনিয়র নেতারা৷ তাঁরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুধু রাজনৈতিক নেতা নয়, সাধারণ মানুষও খুন এবং গুমের শিকার হচ্ছে৷ এর আবসান ঘটাতে হবে৷ আর ঢাকায় ভিন্ন এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, সরকারকে অবশ্যই ইলিয়াস আলীকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷ তাঁর কথায়, ‘‘একজন রাজনৈতিক নেতা এভাবে নিখোঁজ হয়ে যাবেন, তা মেনে নেয়া যায়না৷''

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার ইলিয়াস আলীকে উদ্ধারে তৎপর রয়েছে৷ তবে তিনি মনে করেন এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী ইলিয়াস আলী ইস্যুতে বিএনপি'কে রবিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷

মঙ্গলবার রাতে ইলিয়াস আলী ও তাঁর গাড়ির ড্রাইভার নিখোঁজ হন৷ রাত ১০টার দিকে বনানীর বাসা থেকে বের হয়ে তাঁরা আর ফিরে আসেননি৷ পুলিশ ইলিয়াস আলীর প্রাইভেট কার এবং ড্রাইভারের মোবাইল ফোন বনানী এলাকা থেকে উদ্ধার করে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য