রথ দেখা, কলা বেচা
বার্লিনালেতে সিনেমা দেখার পাশাপাশি আরো অনেক কিছু দেখার ও করার সুযোগ আছে৷ আছে সাংবাদিকদের জন্য বিশেষ কিছু সুবিধা৷ এসব নিয়েই আজকের ছবিঘর৷
মেকআপ
বার্লিনালের পার্টনার লরেয়াল প্যারিস গত বেশ কয়েক বছর ধরে বিনামূল্যে মেকআপের সুযোগ দিচ্ছে৷ তবে এজন্য আপনাকে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে৷
বই কেনা
বার্লিনালের অন্যতম ভেন্যু হলো সিনেম্যাক্স৷ এর একেবারে নিচের তলায় যাওয়ার সিঁড়ির মাঝখানে ছোট্ট এই বইয়ের দোকান৷ সব সিনেমা নিয়ে৷ তবে বেশিরভাগই জার্মান বই৷
খাওয়ার গাড়ি
বার্লিন চলচ্চিত্র উৎসবে গত কয়েক বছর ধরে রন্ধন শিল্পের উপর নাকি ছবি রাখা হয় বিশেষ বিভাগে৷ তো সেটাকে কেন্দ্র করেই এই ভ্যান গাড়িগুলো৷ এখানে মেক্সিকান, জার্মানসহ কয়েক রকমের খাবার আছে৷ তবে দোকানগুলো খোলে সাড়ে ১১ টার পর৷ ছবিটা এর আগে তোলা৷
শপিংমলে বার্লিনালে
মূল ভেন্যুর কাছেই একটা বেশ বড় শপিংমল৷ তার ভেতরে গেলে বার্লিনালে ছাড়া আর কিছুই আপনার দৃষ্টি আকর্ষণ করবে না৷
টিকেট
শপিংমলে যেহেতু মানুষ বেশি আসে, তাই এখানে সিনেমার সময়সূচি টাঙানো আছে, আর আছে টিকেট কেনার বুথ৷
স্যুভেনির
বার্লিনালের অন্যতম আকর্ষণ হলো এই দোকান৷ বার্লিনালে লেখা বা ভাল্লুকের লোগো সম্বলিত বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায় এখানে৷ দামটা একটু বেশি৷
রেডকার্পেটের নীচে প্রেস লাউঞ্জ
বার্লিনালে পালাসটে রেডকার্পেট যেখানে হয়, তার নীচের তলায় প্রেস লাউঞ্জ৷ এখানে বসে সাংবাদিকরা বেশ আরামে কাজ করতে পারে৷ তবে এখানে নিজের ল্যাপটপ বা ফোন এনে কাজ করতে হবে৷
গ্র্যান্ড হায়াৎ-এ লেখালেখির জায়গা
এই ঘরটা শুধু সাংবাদিকদের জন্য৷ এখানে কম্পিউটার আছে, যেখানে মোটামুটি সব দেশের ভাষায় লেখা যায়৷
সিনেম্যাক্সের রেডিও কক্ষ
সিনেম্যাক্সের দ্বিতীয় তলায় এই রুমে বার্লিনালে চলাকালীন প্রতিদিন রাতে রেডিও আইনসএর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হতো৷ উৎসবে অংশ নেয়া অতিথিরা সেখানে কথা বলতেন৷ এই ছবিটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরপর হয়েছিল৷ সেখানে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের তিন বিজয়ী কথা বলছেন৷