রকেট হামলার প্রতিশোধ!
৯ আগস্ট ২০১৭ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক টুইটে জানিয়েছে, ‘‘কিছুক্ষণ আগে, আশকেলন অঞ্চলের খোলা জায়গায় একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে৷ তবে হতাহতের ঘটনা ঘটেনি৷ প্রতিক্রিয়া হিসেবে আইএএফ-এর বিমান থেকে গাজা উপত্যকার উত্তরে হামাসের দু'টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে৷’’
এদিকে, গাজা শহরের জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের হামলায় তিন ব্যক্তি আহত হয়েছে৷ এর মধ্যে একজনের অবস্থা গুরুতর৷
ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলো বলছে, হামাসের সামরিক উইং ‘এজ্জেদিনে আল-কাসাম ব্রিগেড’ যে অংশে কাজ করে সেখানে আঘাত করা হয়েছে৷
উল্লেখ্য, হামাসের শাসন পছন্দ করে না এমন উগ্রপন্থি গোষ্ঠীগুলো ইসরায়েলের দিকে প্রায়ই ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে৷ এই গোষ্ঠীগুলোর অভিযোগ, হামাস দখলের বিরুদ্ধে শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ৷ অবশ্য ইসরায়েল এসব ক্ষেপণাস্ত্র হামলার জন্য সাধারণত হামাসকেই দায়ী করে থাকে৷
গাজায় হামাসের শাসন
২০০৬ সালের সংসদ নির্বাচনে হামাস ৪৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় যায়৷ সেই থেকে তারা ইসরায়েলের সঙ্গে তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে৷ সবশেষ ২০১৪ সালে এমন এক যুদ্ধে কমপক্ষে ২,০০০ ফিলিস্তিনি মারা যান৷ এর মধ্যে ৫০০-র বেশি শিশু রয়েছে৷ যুদ্ধে ৭৩ জন ইসরায়েলিও প্রাণ হারান৷ তবে বেশিরভাগই সৈন্য৷
ইসরায়েলের বর্তমান সরকারের অনাগ্রহ ও ফিলিস্তিনে ফাতাহ পুরো নিয়ন্ত্রণ না থাকায় দুই দেশের মধ্যে সংঘাত এড়ানোর বিষয়ে আলোচনা থমকে আছে৷
জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)