যে ১০ কারণে নর্থরাইন-ওয়েস্টফালিয়া যাবেন
এক কোটি ৮০ লাখ মানুষের রাজ্য নর্থরাইন-ওয়েস্টফালিয়া৷ আর কোন রাজ্যে এত জনসংখ্য নেই জার্মানিতে৷ এখানকার সবচেয়ে জনপ্রিয় ও জনবহুল শহর কোলন৷ রাজ্যের রাজধানী ড্যুসেলডর্ফ৷ কী আছে এখানে?
ড্যুসেলডর্ফের মিডিয়া হারবার
রাজ্যের রাজধানী ড্যুসেলডর্ফ হল ব্যবসা, শিল্প ও সামাজিক আচারের কেন্দ্র৷ আধুনিক স্থাপত্যকলায় সবসময় এক ধাপ এগিয়ে৷ রাইন টাওয়ার, গেহরি ভবন ও মিডিয়া হারবার রাইনের সবচেয়ে আকর্ষণীয় তীর৷
কোলন ক্যাথিড্রাল
১৬০ মিটার লম্বা এই ক্যাথিড্রাল কোলন শহরের মূল আকর্ষণ৷ এর ভিত্তি তৈরি করা হয় ১২৪৮ সালে৷ নির্মাণকাজ চলে ১৯ শতক পর্যন্ত৷
রাইনল্যান্ডের কার্নিভাল
প্রতি বছর উইমেন্স কার্নিভাল থেকে শুরু করে হরেক রকমের উৎসবে মেতে ওঠে রাইন তীরবর্তী শহরগুলো৷ হাজারো মানুষ রঙ্গিন পোশাকে ঝলমল করতে করতে শহরের রাস্তা, কেন্দ্র, নদীতীর, দোকান, পাবগুলোতে ভিড় করেন৷
সাবেক রাজধানী শহর বন
কোলন ও ড্যুসেলডর্ফ শহরকে জুড়েছে রাইন তীরের আরেক শহর বন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জার্মানির পুনরেকত্রীকরণের মাঝে এটি পশ্চিম জার্মানির রাজধানী ছিল৷ এখানে এখনো পুরোনো ভবনগুলো চোখে পড়ে৷ আজকের রাজধানীর বেশ কয়েকটি মন্ত্রণালয় ও জাতিসংঘসহ আন্তর্জাতিক কয়েকটি সংগঠনের অফিসও এখানে৷ ডয়চে ভেলের প্রধান কার্যালয়ও বনে৷
আইফেলে হাইকিং
প্রকৃতিপ্রেমীদের জন্যও চমৎকার সব স্থান রয়েছে নর্থরাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে৷ পাহাড় ও বনঘেরা অপূর্ব আইফেল অঞ্চল তার একটি৷
আখেন ক্যাথিড্রাল
আখেন ক্যাথিড্রালকে ১৯৭৮ সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো৷ ৭৯৬ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়৷ এটি জার্মানির গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে৷
ম্যুনস্টারে সাইক্লিং
ম্যুনস্টারকে বলা হয় বাইসাইকেল সিটি৷ এখানকার তিন লাখ মানুষের চার লাখ বাইসাইকেল৷
হ্যোক্সটারের করভি ক্যাসল
করভি ক্যাসলকেও বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো৷ এই দূর্গের কিছু কিছু স্থাপত্য ক্যারোলিংগিয়ান আমলের৷
সলফেরাইন কয়লা খনিতে সাঁতার
রুয়র নর্থরাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের কেন্দ্র৷ শহরটির মাত্রা কিলোমিটারখানেক দূরে এসেনে একসময়ের সবচেয়ে বড় কয়লাখনি৷ এটি এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য৷ একসময়কার শিল্প এলাকাটি এখন শিল্প ও সাহিত্যের কেন্দ্র৷
রাইন ও রুয়রের ফুটবল
শুধু শিল্প এলাকা নয়, এই রাজ্য ফুটবলেরও একটি কেন্দ্র৷ এখানে অসংখ্য ফুটবল ক্লাব রয়েছে৷ সবচেয়ে পরিচিত ক্লাবগুলোর মধ্যে বরুশিয়া ডর্টমুন্ড ও এফসি কোলন অন্যতম৷